বুধবার, ৯ জুন, ২০২১ ০০:০০ টা

স্বাস্থ্যবিধি মেনে হবে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যবিধি মেনে নেওয়া হবে এইচএসসি পরীক্ষা। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলে এইচএসসিসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য জানান। তিনি বলেন, এসএসসি-এইচএসসি পরীক্ষা কবে হবে সেটা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা প্রস্তুতি নিয়ে রাখছি।

এ ছাড়া সম্প্রতি ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার তালিকাভুক্ত সব কেন্দ্রকে কভিড ১৯ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২১ সালের এইচএসসি পরীক্ষার নতুন কেন্দ্র স্থাপনের ও কেন্দ্র পরিবর্তনের জন্য কলেজগুলো আবেদন করতে পারবে আগামী ৩০ জুন পর্যন্ত। যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত নয় এবং ভাড়া বাড়িতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তাদের নতুন কেন্দ্রের জন্য আবেদন করতে নিরুৎসাহিত করা হয়েছে।

সর্বশেষ খবর