রবিবার, ১৩ জুন, ২০২১ ০০:০০ টা

কোয়ারেন্টাইন নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন

কূটনৈতিক প্রতিবেদক

কোয়ারেন্টাইন নিয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে ফোন

সৌদি আরবে শ্রমিকদের কোয়ারেন্টাইন সমস্যার সমাধানে একটি নতুন প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। অনুরোধ করা হয়েছে বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গেলে যেন সে দেশে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাত দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন। এ সময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এ বছর করোনা মহামারীর  কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন। ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে নিরাপদ মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর