সোমবার, ২১ জুন, ২০২১ ০০:০০ টা

প্রবাসেও ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশবিরোধীরা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

প্রবাসেও ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশবিরোধীরা

বস্টনে নিউইংল্যান্ড আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় করার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ‘একাত্তরের পরাজিত শত্রু এবং তাদের দোসররা সুদূর প্রবাসেও বাংলাদেশের ইমেজ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এদের ব্যাপারে দেশপ্রেমিক প্রতিটি প্রবাসীকে সচেতন থাকতে হবে। ‘শেখ হাসিনার কারামুক্তি দিবস’ এবং বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শনিবার আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মো. ইউসুফ চৌধুরী এবং সঞ্চালনা করেন হোস্ট সংগঠনের সেক্রেটারি ইউসুফ ইকবাল। পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন উল্লেখ করেন, রোহিঙ্গাদের নিজ বসতভিটায় ফিরতে মিয়ানমারকে বাধ্য করা এবং অবিলম্বে করোনার ভ্যাকসিন প্রদানের অঙ্গীকারের বাস্তবায়ন ঘটাতে মার্কিন প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ঘাতক রাশেদ চৌধুরী, একাত্তরের মানবতাবিরোধী অপরাধী আশরাফুজ্জামানসহ যেসব দন্ডিত ও চিহ্নিত দুর্বৃত্ত যুক্তরাষ্ট্রে পালিয়ে রয়েছে, তাদের বাংলাদেশে সোপর্দে প্রবাসীদের তৎপরতা চালিয়ে যেতে হবে। নিউইংল্যান্ড আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যক্ষ আহমেদ হাসান, সহসভাপতি আবদুর রাজ্জাক, সহসভাপতি ও বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি আসিফ বাবু, সেলিম জাহাঙ্গীর, ইদ্রিস আলী, মিন্টু কামরুজ্জামান,  মোহাম্মদ মিয়াজী, জিয়াউল হাসান, মোহাম্মদ বেলাল, সিরাজ, বি এম আজাদ, মোহাম্মদ মিয়াজি, সাহাবুদ্দিন, শহিদুল ইসলাম রনি প্রমুখ মতবিনিময়ে অংশ নেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর