সোমবার, ২৮ জুন, ২০২১ ০০:০০ টা

চলবে স্বাভাবিক ব্যাংকিং

নিজস্ব প্রতিবেদক

সীমিত লকডাউনের মধ্যে আগের নির্দেশনা মেনে বেলা সাড়ে ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। একইসঙ্গে শেয়ারবাজার লেনদেনও চলবে চলমান নির্দেশনা অনুযায়ী। তবে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া শাটডাউনের আতঙ্কে গতকাল রাজধানীর ব্যাংক শাখাগুলোতে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রাজধানীর মতিঝিল, গুলশান এলাকার ব্যাংকগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। আজ থেকে সারা দেশে সীমিত পরিসরে লকডাউন শুরু হচ্ছে। চলবে বুধবার পর্যন্ত। ১ জুলাই থেকে শুরু হবে এক সপ্তাহের কঠোর লকডাউন। পরিস্থিতি বিবেচনা করে লকডাউন  আরও বাড়তে পারে। এসব কিছু মিলিয়ে গ্রাহকরা টাকা উত্তোলন ও জমা দিতে ভিড় করেছেন ব্যাংকগুলোতে। এদিকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, সীমিত লকডাউনের জন্য নতুন কোনো নির্দেশনা নেই। চলমান নির্দেশনা অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম চলবে। আগামী ১ জুলাই থেকে শাটডাউনের সময় ব্যাংকিং কার্যক্রম নিয়ে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হবে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর