শিরোনাম
মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকন্যা বিশ্বে দেশের অবস্থান লক্ষণীয়ভাবে তুলে ধরেছেন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বঙ্গবন্ধুকন্যা বিশ্বে দেশের অবস্থান লক্ষণীয়ভাবে তুলে ধরেছেন

আনোয়ার হোসেন মঞ্জু

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক মন্ত্রী আনোয়ার  হোসেন মঞ্জু এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা বিশ্বে বাংলাদেশের অবস্থান লক্ষ্যণীয়ভাবে তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কাজ করতে পেরে আমরা গর্বিত।

১৫ আগস্ট আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় সংগীতের মধ্য দিয়ে রাষ্ট্রদূত এম শহিদুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু ও বিশ্বব্যাংকে বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আলমসহ দূতাবাস কর্মকর্তাদের নিয়ে জাতির পিতার আবক্ষ মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণীসমূহ পাঠ করা হয়। রাষ্ট্রদূতের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর জীবন ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। ১৫ আগস্টের সব শহীদ এবং মুক্তিযুদ্ধে শহীদ বীরদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে একটি বিশেষ প্রার্থনাও অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর