শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আশা করছি কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে, যাতে করে সংক্রমণ না বাড়ে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। যদি দেখি সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে প্রথমে সংক্রমণ রোধে ব্যবস্থা নেব। যদি তারপরও সংক্রমণ বেড়ে যায় তাহলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। বিশ্বের অনেক দেশই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংক্রমণ বেড়ে যাওয়ায় আবার তা বন্ধ করে দিয়েছে। আমরাও শিক্ষক এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা চিন্তা করে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেব। গতকাল জামালপুরে জেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আজ থেকে সারা দেশে মুখোমুখি শ্রেণি কক্ষে পাঠদান শুরুর কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, গত বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের কারণে পাঠদান বন্ধ ছিল, কিন্তু শিক্ষার্থীদের পড়াশোনা বন্ধ ছিল না। অনলাইন, টেলিভিশন এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে। দীপু মনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের পাঠদান করা হবে, যাতে করে সংক্রমণ না বাড়ে। সে বিষয়টি মাথায় রেখেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার নীতিমালা করা হয়েছে এবং সেটি স্থানীয় ও কেন্দ্রীয়ভাবে মনিটরিং করার ব্যবস্থাও করা হয়েছে। মন্ত্রী বলেন, যদি কোনো শিক্ষাপ্রতিষ্ঠান সেটি না মানে, অবশ্যই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোনোভাবেই শিক্ষার্থীদের স্বাস্থ্যর বিষয়টি আমরা অবহেলা করতে পারি না। দীপু মনি বলেন, দেশে অনেক শিক্ষার্থী ঝড়ে পড়েছে এমন কথা অনেকেই বলছে। কিন্তু আমরা যখন অ্যাসাইনমেন্ট দিয়েছি, তখন দেখেছি, শতকরা ৯৩ শতাংশ শিক্ষার্থী অ্যাসাইনমেন্টে অংশ নিয়েছে। আসলে যেভাবে আশঙ্কা করা হচ্ছে শিক্ষার্থী ঝরে পড়েছে, সেটি আদৌ সত্য নয়।
শিরোনাম
- ‘শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ দক্ষতা-পেশাদারিত্ব দেখাতে হবে’
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার