শিরোনাম
মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

প্রতিদিন ডেস্ক

ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলে নিলেন বাইডেন

বাইডেন প্রশাসন প্রায় ২০ মাস পর বিদেশি পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রের স্থল ও আকাশপথ খুলে দিয়েছে। পূর্ণ দুই ডোজ টিকা নেওয়া পর্যটকরাই গতকাল থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে পারছেন। বিবিসি। করোনার সংক্রমণের কারণে ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। খবরে বলা হয়, বাইডেন প্রশাসনের নতুন নিয়মের আওতায় বিদেশি ভ্রমণকারীদের টিকা সনদ দেখানো বাধ্যতামূলক। কভিড টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে ভ্রমণের তিন দিনের মধ্যে। এ ছাড়া সব ধরনের যোগাযোগের তথ্য দিতে হবে। তবে ভ্রমণকারীদের কোয়ারেন্টাইনে থাকতে হবে না। বিশ্বের অধিকাংশ দেশের ভ্রমণকারীদের জন্য ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত বন্ধ ছিল। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও যুক্তরাজ্য, চীন ও ভারত ছিল। নতুন সিদ্ধান্তে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকে। ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পরিবার পরিজন থেকে আলাদা হয়ে পড়েন কেউ কেউ। এদের মধ্যে অ্যালিসন হ্যানরি (৬৩) জানান, ‘এটা আমার জন্য কঠিন ছিল। ছেলেকে দেখার জন্য মুখিয়ে আছি’। বাইডেনের প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ট্রাভেল এজেন্সিগুলোও। এয়ারলাইনস কর্তৃপক্ষের প্রত্যাশা, নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় ভ্রমণকারীদের সংখ্যা বাড়বে। বিশেষ করে যারা করোনার দুই ডোজ টিকা নিয়েছেন এবং নিয়মিত টেস্ট করেন। প্যারিসভিত্তিক ট্রাভেল এজেন্সি জেটসেট ভয়েজের প্রধান জেরোম থম্যান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভালো লাগছে, ভালো লাগছে! তারা বুকিংয়ে অবিশ্বাস্য সাড়া পেয়েছেন।

উল্লেখ্য, করোনাভাইরাস যাতে ছড়িয়ে পড়তে না পারে সে কারণে ২০২০ সালের শুরুর দিকে চীন থেকে আসা ভ্রমণকারীদের জন্য প্রবেশে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। পরে সেই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয় অন্যান্য দেশও। এ নিষেধাজ্ঞার মধ্যে ছিল যুক্তরাজ্য, ইইউর বিভিন্ন দেশ, চীন, ভারত, দক্ষিণ আফ্রিকা, ইরান ও ব্রাজিলের নাগরিকরা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর