মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
খুলনা ও চুয়াডাঙ্গায় দুই ছাত্র হত্যা

স্কুলমাঠে পরীক্ষার্থী হত্যা এখনো রহস্যে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিদ্যালয় প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থী মাহবুবুর রহমান তন্ময় হত্যার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামলা হয়েছে। রবিবার রাতে নিহতের ভাই মো. আলিহীম মাসুদ বাদী হয়ে মামলাটি করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে আরও দু-তিন জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সুমন নামে এজাহারভুক্ত একজনকে আটক করছে। নিহতের পরিবার ও বিদ্যালয় কর্তৃপক্ষ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

আল হেলাল মাধ্যমিক ইসলামী একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিপন আলী বলেন, ‘শিক্ষার্থীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিদ্যালয়ের পক্ষে মঙ্গলবার (আজ) মানববন্ধন আহ্‌বান করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি।’ বিদ্যালয়ের সভাপতি শহিদুল কদর জোয়ার্দ্দার বলেন, ‘বিদ্যালয় প্রাঙ্গণে এসে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ন্যক্কারজনক। আমরা এ ঘটনায় হতবাক।’

নিহতের ভাই মামলার বাদী মো. আলিহীম মাসুদ বলেন, ‘আমি সাতজনের নামসহ নয়-দশ জনের নামে মামলা করেছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ন্যায়বিচার চাই।’ নিহতের বাবা আবদুল মজিদ বলেন, ‘আমি আমার ছেলে হত্যার বিচার চাই। সে বিচার আমি যেন দেখে যেতে পারি।’

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোহসীন বলেন, ‘মাঠে আছে পুলিশ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনসহ আসামি গ্রেফতারে কাজ করছে পুলিশের একাধিক টিম। প্রাথমিক তদন্তে পূর্ববিরোধের তথ্য পাওয়া যাচ্ছে। আরও তদন্তের পর প্রকৃত কারণ বলা যাবে।’ প্রসঙ্গত, এসএসসি পরীক্ষার্থী তন্ময় ওরফে তপুকে রবিবার দুপুরে প্রকাশ্যে বিদ্যালয় প্রাঙ্গণে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠানে যোগ দিতে এসে হত্যার শিকার হয় সে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর