সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

মোদি ইন্ডিয়া গেটে মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উদ্বোধন করবেন

গৌতম লাহিড়ী, নয়াদিল্লি

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারত সরকার রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক ইন্ডিয়া গেটে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করছে। আগামী ১৪ থেকে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধারা ঢাকা থেকে আসবেন অনুষ্ঠানে যোগ দিতে। এই বিশেষ অনুষ্ঠানে ১৯৭১ সালের যুদ্ধে পূর্ব ও পশ্চিম সীমান্তের কিছু ঘটনা জীবন্ত করে তুলে ধরা হবে। ভারতীয় সেনাবাহিনী  সূত্রে এ কথা জানানো হয়েছে। যে যুদ্ধে পাকিস্তান পরাজিত হয়ে আত্মসমর্পণ করে সেই দৃশ্যগুলোর জীবন্ত অভিনয় দেখানো হবে আলোর মায়াজালে। একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত ও বাংলাদেশের যেসব মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেছিলেন, তাঁদের অনেকেই এই অনুষ্ঠানে অংশ নেবেন। এখানে সেনাবাহিনীর প্রধানরা প্রধানমন্ত্রীকে যুদ্ধের বিভিন্ন তথ্য ও ইতিহাস ব্যাখ্যা করবেন। বিশেষ করে ভারতীয় সেনাবাহিনী কীভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিল, যাতে তারা পাকিস্তান ও রাজাকার বাহিনীর গণহত্যা, গণধর্ষণ ও হত্যালীলার মোকাবিলা করতে পারেন।

সর্বশেষ খবর