বুধবার, ১৯ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

উচ্চ আদালতের বিচার কাজ আজ থেকে ফের ভার্চুয়াল চলবে

নিজস্ব প্রতিবেদক

করোনা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষাপটে আজ (বুধবার) থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারকাজ আবারও ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে চলবে। গতকাল দুই বিভাগের জন্য এ সংক্রান্ত পৃথক দুটি বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এই বিজ্ঞপ্তি দুটি জারি করেন। দুই বিজ্ঞপ্তিতেই ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং এতদসংক্রান্তে জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে বিচার কাজ পরিচালনা করতে বলা হয়েছে।

এর আগে গতকাল সকালে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হলে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, চারদিকে করোনা সংক্রমণের যে অবস্থা, তাতে মনে হচ্ছে আবারও ভার্চুয়াল আদালত পরিচালনায় যেতে হবে। ভার্চুয়ালি মামলা যে কম নিষ্পত্তি হয় তা কিন্তু নয়, ভার্চুয়ালি বেশিই নিষ্পত্তি হয়। এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল ?বিশ্বজিৎ দেবনাথ বলেন, অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলসহ কয়েকজন আক্রান্ত হয়েছেন। তখন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, হাই কোর্টের কয়েকজন বিচারপতি, স্টাফ এবং নিম্ন আদালতের কিছু বিচারকও আক্রান্ত হয়েছেন। করোনার প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে ২০২০ সালের মার্চে সরকার ঘোষিত ‘সাধারণ ছুটির’ সঙ্গে মিল রেখে দেশের সব আদালতে সাধারণ ছুটি চলে। পরে ওই বছরের ৯ মে আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ জারি করা হয়। এর মধ্য দিয়ে ওই বছরের ১১ মে থেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয়। আর অধ্যাদেশটি আইনে পরিণত হয়। তবে পরিস্থিতি বিবেচনায় এরপর কখনো ভার্চুয়ালি ও ক্ষেত্রবিশেষে শারীরিক উপস্থিতিতে আদালতের কার্যক্রম চলে।

 

সর্বশেষ খবর