টি-২০ বিশ্বকাপের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আইসিসি। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে রয়েছে এশিয়ার দুই বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ও পাকিস্তান। গ্রুপে আরেক দল দক্ষিণ আফ্রিকা।
সামনের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। এর আগে প্রতিবারই প্রথম রাউন্ড খেলতে হয়েছে টাইগারদের। কিন্তু টি-২০ র্যাঙ্কিংয়ে আটের মধ্যে থাকার কারণে সরাসরি সুপার টুয়েলভে সুযোগ পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ মাঠে গড়াবে ১৬ অক্টোবর। প্রথম অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলা। প্রথম পর্বে অংশ নেবে বাছাইপর্ব খেলা চার দলের সঙ্গে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নামিবিয়া ও স্কটল্যান্ড। এই আট দলের গ্রুপপর্ব থেকে চার দল সুযোগ পাবে সুপার টুয়েলভে। সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের রানার্সআপ দলের মুখোমুখি হবে টাইগাররা। ২৭ অক্টোবর সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবেন টাইগাররা। বাংলাদেশ ২ নভেম্বর মুখোমুখি হবে ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে টাইগাররা খেলবে ৬ নভেম্বর। ম্যাচ দুটিই হবে অ্যাডিলেড। ১৩ নভেম্বর টি-২০ বিশ্বকাপের ফাইনাল। অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ক্রিকেট ভেন্যু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।