রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

ভিসির ক্ষমা চাওয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত : জাফরুল্লাহ

নিজস্ব প্রতিবেদক

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অনাকাক্সিক্ষত ঘটনার জন্য ভিসির ক্ষমা চাওয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। তিনি বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করছে। এ জন্য শাবিপ্রবির ভিসি পুলিশ দিয়ে ছাত্রদের পিটিয়েছেন। তাই তিনি পদত্যাগ করে ছাত্রদের বলবেন, আমার ভুল হয়েছিল- এর জন্য তার ক্ষমা চাওয়া উচিত। ডা. জাফরুল্লাহ গতকাল রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে ‘মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় বক্তৃতা করছিলেন। পরিষদের প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের সভাপতিত্বে এবং ঢাকা মহানগরীর আহ্বায়ক হাবীবুর রহমান রিজুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম।

ডা. জাফরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির পদত্যাগ করা উচিত। শিক্ষামন্ত্রীর উচিত তাদের কাছে গিয়ে মীমাংসা করে দেওয়া। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, এ সরকার আমাদের বাঁদর খেলা দেখাচ্ছে। এ সরকার মনে করে আমরা সবাই বোকা। আর আমলা দিয়ে দেশে কখনো সুশাসন হয় না। ধান্দাবাজি করানো যায়। আজকে এই আমলারা যারাই আপনার সঙ্গে মিনমিন করছে তারা একটা সময় আপনাকে বেঁধে নিয়ে আসবে।

সর্বশেষ খবর