শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

দেশে চলছে নীরব দুর্ভিক্ষ

নিজস্ব প্রতিবেদক

দেশে চলছে নীরব দুর্ভিক্ষ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। তবে টিসিবির ন্যায্যমূল্যের ট্রাকের সামনে দীর্ঘ লাইনে জনগণকে আর বেশি দিন রাখা যাবে না। পরিবর্তিত বিশ্বে বাংলাদেশের পরিবর্তন অনিবার্য। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মধ্যে             নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরে স্বল্প আয়ের রিকশাওয়ালা, ভ্যান শ্রমিক, গরিব-দুস্থ মানুষজন লাইনে দাঁড়িয়ে এই নিত্যপণ্য সামগ্রী নেন। গয়েশ্বর আরও বলেন, ন্যায্যমূল্যের ট্রাকের সামনে হুমড়ি খেয়ে পড়ছে মানুষ। কারণ ক্ষুধায় লজ্জা টিকে না। সে কারণে দেখা যায়, পোশাক-পরিচ্ছদ ভালো অথচ লাইনে দাঁড়িয়েছেন। এই লাইন ছোট নয়, লাইনটা অনেক বড় হচ্ছে। আজকে ক্ষুধা নিবারণসহ আইনের শাসন ও ঘুষ-দুর্নীতি বন্ধ করার একটি মাত্র পথ এই সরকারের পতন। ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনের সভাপতিত্বে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জাকিরুল ইসলাম জাকির, মামুন খান, আমিনুর রহমান আমিন, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।

 

সর্বশেষ খবর