শনিবার, ২৮ মে, ২০২২ ০০:০০ টা

১০ উইকেটের বড় হার মুমিনুলদের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম ইনিংসে ছয়জন। দ্বিতীয় ইনিংসে আরও তিনজন। সব মিলিয়ে টাইগারদের ৯ ব্যাটার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। শ্রীলঙ্কার দুই পেসার আশিথা ফার্নান্দো ও কাসুন রাজিথার গতি, সুইং ও বাউন্সে টাইগারদের ৯ ব্যাটার রানের খাতাই খুলতে পারেননি। শূন্য রানে আউট হওয়ার তালিকায় রয়েছেন অধিনায়ক মুমিনুল হক, বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল, সাকিব আল হাসানরা। এক টেস্টে এক দলের সর্বোচ্চ শূন্য রানের যা একটি রেকর্ড। একটি রেকর্ডের ম্যাচে বাংলাদেশও হেরেছে পঞ্চম দিনের দ্বিতীয় সেশনে। হেরেছে ১০ উইকেটের আকাশসমান ব্যবধানে। শ্রীলঙ্কার বিপক্ষে ২৪ পরিসংখ্যানের হিসাবে ১০ উইকেটে হার  এ নিয়ে দ্বিতীয়। ২০০৬ সালে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে আরও একবার ১০ উইকেটে হেরেছিল টাইগাররা। দুই দলের মুখোমুখি বাংলাদেশের জয় সাকল্যে একটি এবং শ্রীলঙ্কার ১৮। এর মধ্যে উইকেটে হার ৪, রানে ৬ এবং ইনিংস ব্যবধানে হার ৮টি। দ্বীপরাষ্ট্রের বিপক্ষে ২০১৩ সাল থেকে যে ৬টি সিরিজ খেলেছে টাইগাররা, শুধু ২০১৭ সালে একটি সিরিজ ড্র করেছিল বাংলাদেশ ১-১ ব্যবধানে। বাকি ৫টি সিরিজই হেরেছে ১-০ ব্যবধানে। প্রতিটি সিরিজেই একটি করে টেস্ট ড্র করেছে।

চতুর্থ দিনের চা বিরতি পর্যন্ত টেস্ট হেলেছিল ড্রয়ের দিকে। শেষ বিকালে হঠাৎ টেস্টের চিত্র পাল্টে যায়। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পরে মুমিনুল বাহিনী। তখনই নিশ্চিত হয়ে পরে টাইগারদের হার। একই সঙ্গে প্রশ্নও ছিল, কতটা সময় খেলবেন মুমিনুল বাহিনী। সবাই অপেক্ষায় ছিল একটি বড় জুটির। প্রথম ইনিংসে ২৪ রানে ৫ উইকেট হারানোর পরও মুশফিকুর রহিম ও লিটন দাস রেকর্ড ২৭২ রানের জুটি গড়েন। দুজনেই সেঞ্চুরি করেন। ১৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে ২৩ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে টাইগাররা। মুশফিক ও লিটন বড় স্বপ্ন নিয়ে দিন পার করেন। গতকাল ব্যাটিংয়ে নেমে দিনের প্রথম সেশনেই ফিরে যান চট্টগ্রাম ও মিরপুরে টানা দুই টেস্টে সেঞ্চুরি হাঁকানো মুশফিক ব্যক্তিগত ২৩ রানে। দলের স্কোর তখন ৫ উইকেটে ৫৩। এরপর ষষ্ঠ উইকেটে জুটি বাঁধেন লিটন ও সাকিব। দুজনে যোগ করেন ২৭.২ ওভারে ১০৩ রান। দলীয় ১৫৬ রানে ম্যাচ সেরা ফার্নান্দোকে ফিরতি ক্যাচ দেন লিটন। ৫২ রানের ইনিংসটি খেলেন ১৩৫ বলে ৩ চারে। লিটন প্রথম ইনিংসে ১৪১ রান করেন। সাকিব আউট হন ৫৮ রানে। ৭২ বলের ইনিংসে ছিল ৭টি চার। লিটন ও সাকিবের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ অলআউট হয় ১৬৯ রানে। ম্যাচসেরা ফার্নান্দো প্রথম ইনিংসে ৪ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে নেন ৬টি। দুই ইনিংস মিলিয়ে ১৪৪ রানের ১০ উইকেট নিয়ে ম্যাচসেরা হন আশিথা ফার্নান্দো। টানা দুই টেস্টে সেঞ্চুরি করে সিরিজ সেরা হয়েছেন অ্যাঞ্জেলি ম্যাথুজ। ১৯৯ ও ১৪৫ রানের দুটি অপরাজিত ইনিংস রয়েছে ম্যাথুজের সিরিজে। টার্গেট ২৯ রান সফরকারী শ্রীলঙ্কা টপকে যায় মাত্র ৩ ওভারে।

সর্বশেষ খবর