বৃহস্পতিবার, ২ জুন, ২০২২ ০০:০০ টা

ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়ী হতে হবে

নিজস্ব প্রতিবেদক

ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়ী হতে হবে

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বর্তমান ফ্যাসিবাদের বিরুদ্ধে জয়ী হতে হবে। মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে ‘ন্যূনতম দাবি-দাওয়া আদায়ে’ এক হয়ে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। গতকাল দলের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে তিনি এ আহ্বান জানান। সকাল ৮টায় দলের তোপখানা রোডের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু করা হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা এস এম এ কবির হাসান। এ সময় দলের কেন্দ্রীয় এবং যুব ঐক্য, ছাত্র ঐক্য, নারী ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, মানুষের অর্থ, সম্মান, অধিকার প্রাপ্তিকে বৈষম্যমুক্ত করতে কল্যাণ রাষ্ট্রকামী দল নাগরিক ঐক্য কাজ করে যাচ্ছে। দেশের প্রধান প্রায় সব দলের আগামীর লক্ষ্য নির্ধারণে ‘কল্যাণরাষ্ট্র’ প্রত্যয়ের ব্যবহার নাগরিক ঐক্যের বড় সাফল্য। তিনি বলেন, সারা দেশে সাংগঠনিক বিস্তৃতির জন্য ব্যাপক কার্যক্রম আমরা করতে পারিনি। তবে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পরিবারতন্ত্র, স্বজনপ্রীতির বদলে মেধা, শ্রম, দক্ষতা, যোগ্যতার ভিত্তিতে নেতা-কর্মীদের নেতৃত্বের স্থানে প্রতিষ্ঠিত করে চলেছে নাগরিক ঐক্য।

দলের পক্ষ থেকে বিকালে এ উপলক্ষে একটি লিখিত বিবৃতি পাঠানো হয়। এতে বলা হয়, দেশের প্রায় অর্ধেক জেলা, শতাধিক উপজেলা, বহুসংখ্যক ইউনিয়নে নাগরিক ঐক্যের কমিটি বর্তমান রয়েছে। দল নাগরিক ঐক্য রাজনৈতিক জোট ‘ঐক্যফ্রন্ট’ ও ‘গণতন্ত্র মঞ্চ’-এর অন্তর্ভুক্ত।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর