শনিবার, ১৮ জুন, ২০২২ ০০:০০ টা

ইভিএম একটি ছলচাতুরীর মেশিন

নিজস্ব প্রতিবেদক

ইভিএম একটি ছলচাতুরীর মেশিন

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমাদের সংবিধানে মানবিক ও মৌলিক অধিকার থাকলেও ফ্যাসিবাদ চর্চার বিষয়ও রয়েছে। কাজেই এখন সংবিধান সংস্কার করার সময় এসেছে। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো আন্দোলন গড়তে পারেনি, তারা আন্দোলন ভাঙতে পারে। আমরাই সর্বদা আন্দোলন গড়ে তুলেছি রাজপথে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবিধান, রাষ্ট্র পরিচালনার আইনকানুন সংস্কার এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দিন হোসেনের সভাপতিত্বে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডি নেতা শহীদউদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন। মাহমুদুর রহমান মান্না বলেন, পদ্মা সেতু নিয়ে প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিতে হবে? এটি জনগণের টাকায় হয়েছে।

পদ্মা সেতু আওয়ামী লীগের ট্রাম্প কার্ড। সেতু উদ্বোধনের সময় তিন বাহিনীকে সতর্ক থাকতে বলেছেন শেখ হাসিনা। নাশকতার সম্ভাবনা আছে যদি মনেই করেন, তাহলে ১০ লাখ মানুষের সমাবেশ বাতিল করে ঘরে বসে উদ্বোধন করুন। আসলে আওয়ামী লীগ নিজেরা নাশকতা করে বিরোধীদলকে মামলা দেবে- এটিই তাদের উদ্দেশ্য। জোনায়েদ সাকি বলেন, শেখ হাসিনা শুধু নিরঙ্কুশ ক্ষমতা চান। আর এই নিরঙ্কুশ ক্ষমতা আজ বাংলাদেশের সার্বভৌমত্বকে বিপদে ফেলেছে, যা ফ্যাসিবাদে রূপ নিয়েছে। উন্নয়নের মডেল টোপ দিয়েছিলেন আইয়ুব খান ও জেনারেল এরশাদ। শেখ হাসিনাও সেই উন্নয়নের টোপ দিচ্ছেন ফ্যাসিবাদী রাষ্ট্র কার্যকরকরণে। তিনি বলেন, শেখ হাসিনা চাইছেন আগামী নির্বাচনে কে জয়ী হবে, তা প্রধানমন্ত্রীর দফতর থেকে ঘোষণা আসবে, কুমিল্লায় যেটি হয়েছে।

সর্বশেষ খবর