শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

আমন্ত্রণ পেলেন প্রফেসর ইউনূস

নিজস্ব প্রতিবেদক

আমন্ত্রণ পেলেন প্রফেসর ইউনূস

শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছে সরকার। ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া  মোর্শেদ বাংলাদেশ প্রতিদিনকে ওই আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কাল দেশের বৃহত্তম এই সেতুটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার  সেতু বিভাগের পক্ষ থেকে প্রফেসর ইউনূসের কাছে উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়। ড. ইউনূস উদ্বোধনী অনুষ্ঠানে যাবেন কি না জানতে চাইলে, লামিয়া মোর্শেদ বলেন, আমন্ত্রণের বিষয়টি নিয়ে তিনি (ইউনূস) তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এ বিষয়ে এর বাইরে তিনি কিছু জানেন না বলে জানান। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক দেশে আছেন বলেও নিশ্চিত করেছেন লামিয়া মোর্শেদ। সেতু বিভাগ থেকে জানানো হয়েছে, পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় সাড়ে ৩ হাজার অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, কূটনীতিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক। পাশাপাশি সেতু নির্মাণে কাজ করা বিদেশি কর্মীদেরও থাকতে বলা হয়েছে।

সর্বশেষ খবর