শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

ঋণের চাপে গলা কেটে যুবকের আত্মহত্যা!

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে ঋণের চাপে গলা কেটে ও হারপিক পান করে শরীফুল ইসলাম সোহেল (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সোহেল নতুনবাজার এলাকার গাজী আহমদুল্লাহর একমাত্র ছেলে। তিনি বনপাড়া বাজারে মোবাইল ফোনের ব্যবসা করতেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক পরিবারের বরাত দিয়ে জানান, সকাল ১০টার দিকে সোহেলের মা টিউবওয়েল থেকে পানি নিতে বের হন ও বাবা বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে যান। এ সময় সোহেল নিজ বাড়ির দোতলায় মায়ের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে তার মা বাইরে থেকে গোঙানোর শব্দ শুনে প্রতিবেশীদের ডাকেন। তারা দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। তারা দেখতে পান সোহেল মেঝেতে পড়ে গোঙাচ্ছেন, বিছানার ওপর বঁটি ও পাশে একটি হারপিকের বোতল পড়ে আছে। দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় আমিনা হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সোহেলের বাবা গাজী আহমদুল্লাহ বলেন, আমার এক ছেলে তিন মেয়ে। তিন মেয়েকেই বিয়ে দিয়েছি। ছেলেও বিয়ে করেছে। তার দুই ছেলে এক মেয়ে। তার মোবাইল ফোনের ব্যবসা আর আমার হারবাল ওষুধের দোকান। সে পৃথক হয়ে সংসার চালাত। মাঝে রাগারাগি করে ভাড়া বাসায় উঠেছিল। আবার নিজ বাড়িতে ফিরে এসে আমাকে জানায় তার ৩০ লাখ টাকা ঋণ হয়ে গেছে। ঋণ পরিশোধের জন্য পাওনাদাররা চাপ দিচ্ছে। এত চাপ দিচ্ছে, মনে হচ্ছে আত্মহত্যা করি বলেও জানায়। তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলাম আমি দেখছি। সেই মোতাবেক মেয়েদের ডেকে বলেছিলাম একটু জমি বিক্রি করে সোহেলের ঋণ শোধ করি। সবাই রাজিও হয়। এর মধ্যেই নিজের গলা কেটে আত্মহত্যা করল। বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন বলেন, সোহেল অনেক বিনয়ী ছিলেন। তার মনে কষ্ট আছে দেখে বোঝা যায়নি।  অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আপতদৃষ্টিতে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবু সিআইডির ফরেনসিক ইউনিটকে ডাকা হয়েছে। তারা বঁটি ও অন্যান্য আলামত সংগ্রহ পূর্বক রিপোর্ট দেবেন। এ ছাড়া লাশের ময়নাতদন্ত চলছে সেটাও হাতে পেলে মন্তব্য করা যাবে।

সর্বশেষ খবর