শুক্রবার, ১২ আগস্ট, ২০২২ ০০:০০ টা

গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত

কলকাতা প্রতিনিধি

গরু পাচার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা অনুব্রত

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের প্রভাবশালী নেতা এবং বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই)। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাকে তার বীরভূম বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। জানা গেছে, কলকাতা থেকে সিবিআইয়ের একটি টিম সকালে বোলপুরে পৌঁছায়। তারা প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারপাশ ঘিরে ফেলে। তারপর বাড়ির ভিতরে ঢোকে একটি দল। তারা অনুব্রতের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বাইরে বের করে ভিতর থেকে দরজা বন্ধ করে তল্লাশি অভিযান শুরু করেন।

সংশ্লিষ্টরা জানান, আদালতের নির্দেশনামা ও মেডিকেল রিপোর্ট অনুযায়ীই অভিযান চালায় সিবিআই। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অসহযোগিতার অভিযোগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে তার দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করে সিবিআই। তাকে জেরা করে অনুব্রত সম্পর্কে নানা তথ্য পাওয়া যায়। যাতে দেখা গেছে, গরু পাচারকারীদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ যোগাযোগ ছিল অনুব্রত মণ্ডলের। প্রসঙ্গত, এর আগে অনুব্রত মণ্ডলকে ১০ বার তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তার অসুস্থতা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। শেষবার গত বুধবার সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত জানান, তাকে চিকিৎসকরা ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন, তাই ১৪ দিন পর তিনি জানাবেন- কবে সিবিআইয়ের মুখোমুখি হবেন। এদিকে অনুব্রত মণ্ডলের গ্রেফতারের চরম অস্বস্তিতে পড়েছে তৃণমূল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর