রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রিজার্ভ বাড়তে শুরু করেছে, ভয়ের কারণ নেই : পরিকল্পনামন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আমাদের রিজার্ভ ভালো আছে। রিজার্ভ আবারও বাড়তে শুরু করেছে। রিজার্ভ নিয়ে ভয়ের কোনো কারণ নেই। তিনি গতকাল দুপুরে সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকাী উপলক্ষে আলোচনা সভা এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমি অপকটে বলি, ডলারের দাম আমরা অনেক দিন চেপে ধরে রেখেছিলাম। হঠাৎ করে নদীতে পানি বাড়লে বাঁধ যেভাবে ভেঙে নিয়ে যায়, এখানেও সেটাই হয়েছে। ডলারের ওপর আমাদের যে প্রশাসনিক নিয়ন্ত্রণ ছিল সেটা বিশ্ববাজারের চাপে ভেঙে গেছে। এ জন্য ৮০ টাকা থেকে তরতরিয়ে লাফিয়ে লাফিয়ে ১২০ টাকায় উঠে গিয়েছিল। এখন সেটি আর সেখানে নেই। ১০৫-১০৬ টাকায় নেমে এসেছে। আরও নামবে এবং এটা স্টেবিলাইজ হয়ে যাবে।’ মন্ত্রী বলেন, ‘উন্নয়নের রথ যেন রাস্তা থেকে বিচ্যুত না হয়। আমাদের উন্নয়নের কাজগুলো চলবে। শুধু একটু সমন্বয় করে চলতে হবে। খানাখন্দ যেগুলো হাজির হচ্ছে এগুলোকে এড়িয়ে যেতে হবে। এ কাজে সবার সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী আপনাদের অনুরোধ করেছেন কয়েকটা দিন একটু ধৈর্য ধরুন। বিদ্যুতের সমস্যা আছে, দ্রব্যমূল্যের সমস্যা আছে। তবে আমরা পূর্ব দিগন্তে আলোর রেখা দেখছি। আমরা সুড়ঙ্গের শেষ প্রান্তে এসেছি। বিচার-বিশ্লেষণ করে আমি দেখেছি, এই মাসটাই আমাদের কষ্টের শেষ মাস। কাজেই আপনাদের প্রতি অনুরোধ রাখব- একটু সহযোগিতা, সমর্থন আর সহানুভূতি প্রকাশের জন্য।’ সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল ওয়াহাব রাশেদ। অনুষ্ঠানে ২০২১ সালে জেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৭৬ জন শিক্ষার্থীকে নগদ অর্থ প্রদান করে সুনামগঞ্জ জেলা পরিষদ।

 

সর্বশেষ খবর