বুধবার, ৩১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিএনপি নেতা-কর্মীদের ভয় দেখিয়ে রাষ্ট্র চালানো হচ্ছে : ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে গুম-খুনের ঘটনায় জাতিসংঘের অধীনে ‘স্বাধীন নিরপেক্ষ তদন্ত কমিশন’ গঠনের দাবি জানিয়েছেন। বলেছেন, এ সরকার বিএনপি নেতা-কর্মীদের গুম-খুন করে ভয় দেখিয়ে রাষ্ট্র চালাচ্ছে। গুমের সঙ্গে জড়িত পৃথিবীর অন্যান্য দেশের সরকারকে যেভাবে বিচার করা হয়েছে, তেমনিভাবে (এ সরকারকে) বিচারের সম্মুখীন করা হবে। গতকাল আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণ আহ্বায়ক আবদুস সালাম এবং গুম হওয়া ছাত্রদল নেতা মো. সোহেল মিয়ার মেয়ে জারা, সাইফুর রহমান সজীবের বাবা শফিকুর রহমান, পারভেজ রেজার মেয়ে হৃদি, সেলিম রেজার বড় বোন নদী ও বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের ছোট বোন সানজিদা ইসলাম তুলি প্রমুখ। ছোট্ট মেয়ে জারা বলে, আট বছর আগে বাবাকে গুম করা হয়। আমি বাবার আদর পেতে চাই। বাবাকে চাই চাই বলেই কান্নায় ভেঙে পড়ে জারা।

বাবা শফিকুর রহমান বলেন, গুম হওয়া সন্তানের বাবা হিসেবে বেঁচে থাকতে চাই না। ছেলেকে ফেরত চাই। সে অপরাধী ছিল না, তার নামে রাষ্ট্রবিরোধী কোনো মামলাও ছিল না। মেয়ে হৃদি বলেন, পাপাকে ফিরিয়ে দেন। পাপা ছাড়া ভালো লাগে না। পাপাকে ফিরে পেতে চাই বলতে বলতে ছোট থেকে বড় হয়ে গেছি। বোন নদী বলেন, নয় বছর পূর্বে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আমার ছোট ভাইকে ধরে নিয়ে যায়। বেশ কয়েকটি থানায় মামলা করতে গিয়েছি কিন্তু মামলা নেয়নি। ছেলেকে ফিরে না পেয়ে বাবা মৃত্যুবরণ করেছেন। পুত্র হারানোর শোকে মা এখন প্রায় পাগল। বোন সানজিদা ইসলাম তুলি বলেন, ভাইকে গুম করার পর থেকে অস্বীকার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য প্রমাণ অস্বীকার করা হচ্ছে।

সর্বশেষ খবর