সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১১ দিনে তিনজন নিহত, ২ হাজার আহত : বিএনপি

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার পতন না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলনের কর্মসূচি চলবে। তিনি বলেন, আমাদের বক্তব্য স্পষ্ট, এ সরকারকে অবশ্যই সরে যেতে হবে। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সংসদ বিলুপ্ত করতে হবে। একই সঙ্গে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সরকার যদি তাদের এ অশুভ তৎপরতা  বন্ধ না করে, তাহলে জনগণের এ আন্দোলন গণবিস্ফোরণে পরিণত হবে। গতকাল দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমাদের আন্দোলনের কর্মসূচি চলতেই থাকবে। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত আমাদের কর্মসূচি আছে সারা দেশে। এরপর আবার নতুন কর্মসূচি ঘোষণা হবে। এ আন্দোলন চলবে চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১১ দিনে দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে সারা দেশে পুলিশের গুলিতে বিএনপির তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। এ সময় আওয়ামী সন্ত্রাসী ও পুলিশি হামলায় ২ হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন। হামলার ঘটনায় সারা দেশে পুলিশ নাম উল্লেখ করে বিএনপির ৪ হাজার ৮১ জন নেতা-কর্মীর নামে মামলা করেছে। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করেছে ২০ হাজারের মতো। আর এখন পর্যন্ত গ্রেফতার করেছে ২ শতাধিক নেতা-কর্মীকে। সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করা হয়েছে ৫০ স্থানে। তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করতে গিয়ে পুলিশ গুলিতে নিহত যুবদল কর্মী শাওনের মৃত্যুর ঘটনায় আজ (গতকাল) মামলা করা হয়েছে। ভোলায় পুলিশের গুলিতে নিহত ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিমের মৃত্যুর ঘটনাও মামলা করা হয়েছে। আমরা রাজপথে আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাব এ অবৈধ সরকারের বিরুদ্ধে।

 

মির্জা ফখরুল বলেন, হতাহতদের ক্ষতিপূরণ দিতে হবে। কর্তৃত্ববাদী গণবিরোধী ফ্যাসিস্ট সরকারবিরোধী দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষ হত্যা, গ্রেফতারের যে অপতৎপরতা অব্যাহত রেখেছে, তা বন্ধের আহ্বান জানাচ্ছি। যারা নিহত হয়েছেন তাদের বিষয়ে নিরপেক্ষ তদন্ত করে হত্যাকারী ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, অন্যায়ভাবে গ্রেফতারদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিও জানাচ্ছি। ফখরুলের শোক : নাটোর জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক (৬৮) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে তার সাহসী ভূমিকা ছিল প্রশংসনীয়। তার মৃত্যুতে নাটোর জেলা বিএনপির যে ক্ষতি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। এ ছাড়া বিএনপি সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু পৃথক শোকবার্তায় আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

সর্বশেষ খবর