মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
ফুটবল মাঠে ট্র্যাজেডিতে কাঁদছে ইন্দোনেশিয়া

শিশুই মারা গেছে ৩২

প্রতিদিন ডেস্ক

শিশুই মারা গেছে ৩২

ইন্দোনেশিয়ায় গতকাল মোমবাতি প্রজ্বালন করে ফুটবল মাঠে সংঘাতে নিহতদের স্মরণ - এএফপি

ইন্দোনেশিয়ার একটি ফুটবল স্টেডিয়ামে খেলার ফলাফল নিয়ে দাঙ্গার সময় পদদলিত হয়ে নিহতের মধ্যে ৩২ শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে নিহতের মধ্যে ১৭ শিশু থাকার কথা বলা হলেও তা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে বলে নারী ক্ষমতায়ন ও শিশু সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা নাহার জানিয়েছেন। নিহত শিশুদের বয়স ৩ থেকে ১৭ বছরের মধ্যে। সূত্র : রয়টার্স

ঘটনার বিষয়ে গতকাল ইন্দোনেশিয়ার নিরাপত্তা মন্ত্রী মাহফুদ এমডি বলেন, সেদিন কী ঘটেছিল তা তদন্ত করে দেখতে সরকার একটি স্বাধীন ফ্যাক্ট-ফাইন্ডিং টিম গঠন করবে, এতে শিক্ষাবিদ, ফুটবল বিশেষজ্ঞের পাশাপাশি সরকারি কর্মকর্তারাও থাকবেন। তিনি জানান, এ শোচনীয় ঘটনার জন্য কে দায়ী তা বের করার লক্ষ্যে এ দলটি আগামী কয়েক সপ্তাহ তদন্ত চালাবে। এর আগে মন্ত্রী মাহফুদ জানিয়েছিলেন, স্টেডিয়ামটিতে ধারণক্ষমতার বেশি দর্শক ছিল। ৩৮ হাজার লোকের জন্য নকশা করা স্টেডিয়ামটিতে প্রায় ৪২ হাজার টিকিট ইস্যু করা হয়েছিল। এদিকে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা ওই ঘটনাকে ‘জড়িতদের সবার জন্য একটি অন্ধকার দিন’ বলে আখ্যা দিয়েছে। এ ঘটনায় ইন্দোনেশিয়ার ফুটবল কর্তৃপক্ষের কাছে একটি প্রতিবেদনও চেয়েছে তারা। বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার নিরাপত্তা আইন অনুযায়ী মাঠে নিরাপত্তাকর্মীরা কখনই আগ্নেয়াস্ত্র কিংবা ‘দর্শক নিয়ন্ত্রণে গ্যাস’ ব্যবহার করতে পারেন না। আরেক খবর অনুযায়ী, সংঘর্ষে হতাহত নিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে কিছু অভিযোগ উঠেছে। এতে বলা হয়, খেলা কেন্দ্র করে সংঘর্ষ ও পদদলিত হয়ে বহু হতাহতের ঘটনা ঘটেছে। তবে নিহতের সংখ্যায় একটি সংশোধন দিয়েছে কর্তৃপক্ষ। প্রথমে এ ঘটনায় ১৭৪ জন নিহতের কথা বলা হলেও পরে সংশোধন করে ১২৫ জন বলা হচ্ছে। পূর্ব জাভার ভাইস গভর্নর এমিল দারদাক বলেন, মৃতের সংখ্যা ১২৫-এ নামিয়ে আনা হয়েছে। কিছু নাম দুবার রেকর্ড করার ফলে সংখ্যাগত এ বিভ্রাট ঘটেছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর