পারল না যুক্তরাষ্ট্র। প্রথম রাউন্ডে প্রতিরোধের যে শক্ত দেয়াল গড়ে তুলেছিল ‘অজেয়’ দলটি, নকআউটে এসে কমলা ঝড়ে তা ভেঙে চুরমার হয়ে গেল। যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। ম্যাচে জাদুকরী পারফরম্যান্স দেখালেন ডাচ তারকা ডেনজেল ডামফ্রিস। নিজে একটি গোল করলেন এবং দুই সতীর্থকে দিয়ে আরও দুটি গোল করালেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে গত রাতে মেমফিস ডিপাইয়েরগোলে ১০ মিনিটেই এগিয়ে যায় ডাচরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ড্যালে ব্লিন্ড। দ্বিতীয়ার্ধের খেলার দারুণ চেষ্টা করে যুক্তরাষ্ট্র। খেলার ৭৬ মিনিটে হ্যাজি রাইটের গোলে তারা ব্যবধানও কমায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮১ মিনিটে ডামফ্রিসের গোলে আবারও পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। তবে এ ম্যাচে তৃতীয় মিনিটেই দারুণ একটি সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মার্কিন তারকা ফুটবলার পুলিসিক। শুরুর এই হতাশাই যেন যুক্তরাষ্ট্রকে কুরে কুরে খাচ্ছিল। সুযোগ পেয়েছিলেন আরও বেশ কবার। সব কিছু ঠিকঠাক হলে অন্তত ছয় ছটি গোল হতো। কিন্তু দিন যে যুক্তরাষ্ট্রের ছিল না। ২০০২ সালের পর আবারও কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হলো। গতকাল ডাচরা দুর্দান্ত খেলেছেন। আট বছর পর বিশ্বকাপে ফিরে নেদারল্যান্ডস চায়নি যাত্রাটা এখানেই থেমে যাক! প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে দলটি। ম্যাচ শেষে কোচ ফন গাল বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। এক একটি বাধা। আমরা ধীরে ধীরে বাধাগুলো অতিক্রম করে কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। দিন দিন আমাদের পারফরম্যান্স আরও ভালো হচ্ছে’।
শিরোনাম
- সাপের কামড়ের অ্যান্টিভেনম সব উপজেলায় পাঠানোর নির্দেশ
- বাংলাদেশের সঙ্গে ভারত উত্তেজনা চায় না: রাজনাথ সিং
- দক্ষিণ চীন সাগরে ভারতের ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন করল ফিলিপাইন
- ইউরোপের একটিমাত্র দেশকে রাশিয়ার তেল কেনার সুযোগ দেবেন ট্রাম্প!
- ডায়বেটিসসহ যেসব রোগ থাকলে নাও মিলতে পারে মার্কিন ভিসা
- আমেরিকায় গরুর মাংসের দামে রেকর্ড, তদন্তের নির্দেশ ট্রাম্পের
- রাজধানীর বনানীতে গৃহবধূর আত্মহত্যা
- পারিবারিক কলহের জেরে চকবাজারে গৃহবধূর আত্মহত্যা
- ঘি খেতে চাইলে চামচ দিয়ে ভদ্রভাবে খান : ডা. সায়ন্থ
- জবির ১৫ শিক্ষার্থীকে নিয়ে বুড়িগঙ্গায় নৌকাডুবি
- মনোনয়ন না পেয়ে আম্পায়ারের ভঙ্গিতে রিভিউ আবেদন বিএনপি নেতার
- ঐতিহাসিক ৭ নভেম্বরে দেশ ও জাতির মুক্তি হয়েছিল : সেলিমুজ্জামান
- ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে’
- আগামীর বাংলাদেশে বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই : মাহদী আমিন
- শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
- নওগাঁয় কর্মীসভা অনুষ্ঠিত
- নির্বাচন ঠেকাতে নানামুখী ষড়যন্ত্র চলছে : আমান
- শহীদ জিয়াই জাতির মহানায়ক: মীর হেলাল
- মনে হচ্ছে নির্বাচন বানচাল করা গণহত্যাকারীদের একমাত্র লক্ষ্য : প্রিন্স
- ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় র্যাব সদস্যসহ নিহত ২