রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

সবার আগে শেষ আটে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক

পারল না যুক্তরাষ্ট্র। প্রথম রাউন্ডে প্রতিরোধের যে শক্ত দেয়াল গড়ে তুলেছিল ‘অজেয়’ দলটি, নকআউটে এসে কমলা ঝড়ে তা ভেঙে চুরমার হয়ে গেল। যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়ে সবার আগে কাতার  বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল নেদারল্যান্ডস। ম্যাচে জাদুকরী পারফরম্যান্স দেখালেন ডাচ তারকা ডেনজেল ডামফ্রিস। নিজে একটি গোল করলেন এবং দুই সতীর্থকে দিয়ে আরও দুটি গোল করালেন। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে গত রাতে মেমফিস ডিপাইয়েরগোলে ১০ মিনিটেই এগিয়ে যায় ডাচরা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ড্যালে ব্লিন্ড। দ্বিতীয়ার্ধের খেলার দারুণ চেষ্টা করে যুক্তরাষ্ট্র। খেলার ৭৬ মিনিটে হ্যাজি রাইটের গোলে তারা ব্যবধানও কমায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮১ মিনিটে ডামফ্রিসের গোলে আবারও পিছিয়ে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল হয়নি। তবে এ ম্যাচে তৃতীয় মিনিটেই দারুণ একটি সুযোগ পেয়েছিল যুক্তরাষ্ট্র। গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মার্কিন তারকা ফুটবলার পুলিসিক। শুরুর এই হতাশাই যেন যুক্তরাষ্ট্রকে কুরে কুরে খাচ্ছিল। সুযোগ পেয়েছিলেন আরও বেশ কবার। সব কিছু ঠিকঠাক হলে অন্তত ছয় ছটি গোল হতো। কিন্তু দিন যে যুক্তরাষ্ট্রের ছিল না। ২০০২ সালের পর আবারও কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন ভঙ্গ হলো। গতকাল ডাচরা দুর্দান্ত খেলেছেন। আট বছর পর বিশ্বকাপে ফিরে নেদারল্যান্ডস চায়নি যাত্রাটা এখানেই থেমে যাক! প্রতিটি ম্যাচকেই ফাইনাল হিসেবে ধরে নিয়ে এগিয়ে যাচ্ছে দলটি। ম্যাচ শেষে কোচ ফন গাল বলেন, ‘প্রতিটি ম্যাচই আমাদের জন্য পরীক্ষা। এক একটি বাধা। আমরা ধীরে ধীরে বাধাগুলো অতিক্রম করে কাক্সিক্ষত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছি। দিন দিন আমাদের পারফরম্যান্স আরও ভালো হচ্ছে’।

সর্বশেষ খবর