শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশকে সমর্থন দেয় কেনেডি পরিবার

কূটনৈতিক প্রতিবেদক

বাংলাদেশকে সমর্থন দেয় কেনেডি পরিবার

পাকিস্তানের প্রতি মার্কিন সরকারের ঝুঁঁকে পড়া পররাষ্ট্রনীতি সত্ত্বেও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সাহসী অবস্থান নিয়েছিলেন তৎকালীন মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে বাংলাদেশে গণহত্যা চালানোর তথ্য গোপন করার চেষ্টা করেছিল জেনারেল ইয়াহিয়া খানের পাকিস্তানের সামরিক প্রশাসন। কিন্তু এডওয়ার্ড কেনেডি ১৯৭১ সালের আগস্টে ভারতে শরণার্থী শিবির পরিদর্শনের পর বিশ্ব সম্প্রদায়ের কাছে পাকিস্তাানি দখলদার বাহিনীর বর্বরতা উন্মোচন করেন।

শরণার্থী শিবির থেকে ফিরে তিনি পাকিস্তানকে সমর্থন করার জন্য তৎকালীন নিক্সন প্রশাসনের কঠোর সমালোচনা করে ‘আমেরিকাকে ইতিহাসের সঠিক পক্ষে (বাংলাদেশের স্বাধীনতার পক্ষে)’ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। এডওয়ার্ড এম কেনেডি তার প্রতিবেদনে লিখেছিলেন, ‘ইসলামাবাদের প্রতি আমেরিকান সমর্থন (তৎকালীন) পূর্ব বাংলার মানবিক ও রাজনৈতিক ট্র্যাজেডির সঙ্গে সম্পৃক্ত হওয়ার চেয়ে কম নয়।’

সর্বশেষ খবর