শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণে জাতিসংঘ

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণে জাতিসংঘ

বাংলাদেশে চলমান পরিস্থিতি ও মানবিকতার স্বার্থে বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি প্রদান প্রসঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মন্তব্য জানতে চাইলে ১৪ ডিসেম্বর মহাসচিবের উদ্ধৃতি দিয়ে তার মুখপাত্র ফারহান হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের ঘটনা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং সংঘবদ্ধতার স্বাধীনতাসহ মানবাধিকারের বাধ্যবাধকতা সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনেরও আহ্বান জানিয়েছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব সরকারের বিরুদ্ধে আন্দোলনকারী তথা বিক্ষোভকারীদের সব ধরনের সহিংসতা এড়িয়ে চলারও আহ্বান জানান। তবে বাংলাদেশের কারাগারে সাজা ভোগরত নারী কয়েদিদের মধ্যে একমাত্র বেগম খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি প্রদান প্রসঙ্গে কোনো মতামত দেননি বা মন্তব্য করেননি তিনি। বাংলাদেশ প্রতিদিন মহাসচিবের বক্তব্য/মন্তব্য/মতামত জানতে চেয়েছিল যে, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশের সরকার মানবিকতার অনন্য উদাহরণ তৈরি করেছেন। একইভাবে বয়সের কথা বিবেচনায় রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও প্যারোলে মুক্তি দিয়ে নিজ বাসায় থাকার সুযোগ দিয়েছেন। শেখ হাসিনার এই মনোভাব/সিদ্ধান্তকে কি জাতিসংঘ অভিনন্দিত করতে চায়?

সর্বশেষ খবর