শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

ফখরুল-আব্বাসের জামিন নাকচ

আদালত প্রতিবেদক

নয়াপল্টনে সংঘর্ষের মামলায় কারাবন্দি বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের জামিন আবেদন তৃতীয়বারেও নাকচ হয়ে গেছে। তাদের জামিন আবেদনের শুনানি করে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন গতকাল এ আদেশ দেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ৯ ডিসেম্বর গ্রেফতার হওয়ার পর থেকে কারাগারে আছেন। এর আগে দুই দফা তাদের জামিন আবেদন নাকচ করেছিল হাকিম আদালত।

তাদের বিরুদ্ধে মামলার অভিযোগ অনুযায়ী, ৭ ডিসেম্বর বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। আহত হন অনেকে। এ সময় বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে চাল-ডাল, পানি, নগদ টাকা ও বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়। এ ঘটনায় ফখরুল-আব্বাসসহ ৪৭৩ জনের নামোল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে ২ হাজার বিএনপি নেতা-কর্মীকে আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা করে।

সর্বশেষ খবর