বৃহস্পতিবার, ৫ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

পুঁজিবাজারেও আলো আসবে

-শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারেও আলো আসবে

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, শিগগিরই পুঁজিবাজারেও আলো আসবে। গতকাল রাজধানীর নিকুঞ্জে ডিএসই টাওয়ারে এটিবির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, ট্রেন যখন চলে, তখন মাঝে-মধ্যে সুড়ঙ্গের মধ্যে পড়ে, তখন সব      অন্ধকার হয়ে যায়। তখন যেন আমরা ভয় না পাই। কারণ ট্রেন বাইরে এলে আবার আলোকিত হয়। তেমনি পুঁজিবাজারেও আলো আসবে। শিবলী-রুবাইয়াত-উল ইসলাম বলেন, পুঁজিবাজারে চালু হওয়া অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড বা এটিবির সুফল এখনই পাওয়া যাবে না। কোনো কিছুর সূচনা শুরু হলে এর ফলাফল সঙ্গে সঙ্গেই পাওয়া যায় না। এই পদ্ধতি আরও ৩০ বছর আগে চালু হওয়া উচিত ছিল। এক্সিট পদ্ধতি না থাকলে মানুষ বিনিয়োগ করতে চায় না। বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের কাছে এখনো অনেক নতুন প্রজেক্টের প্রস্তাব আসে। পুঁজিবাজারের মন্দাভাব নিয়ে তিনি বলেন, একজন মানুষের দেহের একটা অঙ্গ না থাকলে আমরা বলি শারীরিক অক্ষম, ঠিক তেমনই পুঁজিবাজারে যা যা মিসিং আছে, সেগুলো না থাকায় মার্কেটও ঠিকমতো কাজ করছে না। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী দাবি করে বিএসইসি প্রধান বলেন, ‘বিএসইসির ও বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যবসায়ীরা নতুন নতুন প্লান নিয়ে আসছে। এগুলো দেখে আইএমএফ অবাক হয়ে যাচ্ছে। ২০২৩ সালে যেখানে অর্থনীতি মন্দাবস্থার দিকে যাওয়ার কথা, সেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা দিন দিন ভালো হচ্ছে। কীভাবে আমরা অর্থনীতিকে বৃদ্ধি করতে পারি এটা ভেবে সবাই অবাক হচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজার নিয়ে আস্থা হারানোর কোনো কারণ নেই। আপনারা সবাই আস্থা রাখবেন, বাজার ভালো হবেই। তিনি বলেন, আমরা যখন আইনটা তৈরি করেছি তখন বৈশ্বিক রিস্কগুলোর কথা মাথায় রাখা হয়েছে। এটিবি মার্কেটের শুরুর দিনে পৌনে ৫০০ কোটি টাকা দুটি প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর