কুয়াশায় ঢাকা গোটা দেশ। বাদ পড়েনি মিরপুর। কুয়াশার চাদরে ঢাকা পড়েছিল মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের আকাশ। পৌষের প্রচ- শীতের মাঝেই মাঠে গড়িয়েছে বছরের প্রথম ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। ২০ ওভারের টুর্নামেন্টের নবম আসর শুরুর আগে সাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা, বিসিবির সিইও এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিবের বাগবিতন্ডায় গরম হয়ে উঠেছে ক্রিকেটাঙ্গন। ফলে বিপিএলের ম্যাচগুলো নিয়ে নেতিবাচক একটি প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। বিপিএলের খেলা দেখতে স্টেডিয়ামে হুমড়ি খেয়ে পড়ে দর্শক। গতকাল বিপিএলের প্রথম দিনে দুটি ম্যাচে ছিল না কোনো প্রতিদ্বন্দ্বিতা। দিনের প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটের বিরাট জয় পায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে রানের দেখা মিলেছে। কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং করেছেন রংপুর রাইডার্সের ওপেনার রনি তালুকদার। মাত্র ৩১ বলে খেলেন ৬৭ রানের সাইক্লোন ইনিংস। তার বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচে ২০১৭ সালের চ্যাম্পিয়ন রংপুর ৩৪ রানে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে। নুরুল হাসান সোহানের রংপুরের ৫ উইকেটে ১৭৬ রানের জবাবে কুমিল্লা অলআউট হয় ১৪২ রানে। কাল মাঠের লড়াইয়ের চেয়েও বেশি আলোচনা হয়েছে দুই ম্যাচের মাঝখানে বিপিএল গভর্নিং বডির সংবাদ সম্মেলন নিয়ে। বিপিএল শুরুর এক দিন আগে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান টুর্নামেন্টের নানা অব্যবস্থাপনার কথা তুলে ধরে বলেছিলেন, তিনি সিইওর দায়িত্ব পেলে এক মাস কিংবা দুই মাসের মধ্যে সব ঠিক করে দিতে পারবেন। সাকিবের কথাকে সমর্থন করেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তাই বাধ্য হয়ে গতকাল প্রেস ব্রিফিং করতে হয়েছিল বিপিএল গভর্নিং বডিকে। বিপিএলের সব কিছু আনুষ্ঠানিক বা নিয়মতান্ত্রিকভাবে চললে এমন প্রেস ব্রিফিং টুর্নামেন্টের আগেই হওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনে সামনে আসে সাকিব আল হাসানের প্রসঙ্গটি। সেখানে গভর্নিং বডির সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘আমি প্রথমে সাকিবকে স্বাগতম জানাই ও ধন্যবাদ দিই। ও যদি বিপিএলের সিইও হয়ে আসতে চায়, যেটা ও আগ্রহ প্রকাশ করেছে, আমরা গভর্নিং বোর্ড থেকে তাকে আসার জন্য স্বাগতম জানাই। ও যদি চায়, সামনের বছর থেকেই সিইওর দায়িত্বটা পালন করুক।’ প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম যে রানই করতে পারেনি। ছক্কা-চারের খেলায় তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করে মাত্র ৮৯ রান। সিলেটের রেজাউর রহমান রাজা ১৪ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।
শিরোনাম
- সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
- সমবায় অধিদপ্তরের নতুন ডিজি ইসমাইল হোসেন
- জাপোরিঝিয়ায় সম্মুখযুদ্ধের সৈন্যদের সঙ্গে দেখা করলেন জেলেনস্কি
- রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতাকে গুলি করে হত্যা
- কাঠামোগত সংস্কারে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : আইএমএফ
- ট্রাম্পের কাছে তথ্যচিত্রের জন্য ক্ষমা চেয়েছে বিবিসি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ
- বিমানবন্দর এলাকার দুই জায়গায় ককটেল বিস্ফোরণ
- বাসে আগুন দিয়ে করছিলেন ভিডিও, ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যু
- ইমাম প্রশিক্ষণে সৌদি সরকারের সহায়তার আশ্বাস
- শাকসু নির্বাচন বানচালের অভিযোগে প্রশাসনিক ভবনে তালা
- নওগাঁয় বিএনপিতে যোগ দিল আরও ৭ শতাধিক সনাতন ধর্মাবলম্বী পরিবার
- প্রশাসন নিশ্চুপ থাকলে বিপদ আরও বাড়বে : গয়েশ্বর
- নতুন দুই দূতাবাস স্থাপনের প্রস্তাব অনুমোদন
- চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
- আরও ২৩ জেলায় নতুন ডিসি, চার বিভাগে কমিশনার
- ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া
- শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ
- সাজা শেষে ৭২ প্রবাসীকে দেশে পাঠাল মালয়েশিয়াস্থ হাইকমিশন
- উচ্চকক্ষে পিআর, সংসদের প্রথম ১৮০ দিনে সংবিধান সংশোধন
রংপুর সিলেটের দুরন্ত সূচনা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
সংবিধান সংশোধনে ক্ষুব্ধ হয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের দুই বিচারপতির পদত্যাগ
১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
এমবাপ্পের জোড়া গোলে ইউক্রেনকে উড়িয়ে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স
১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে