শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানুষের প্রতি ভালোবাসাই বঙ্গবন্ধুর কাল হয়েছিল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

মানুষের প্রতি ভালোবাসাই বঙ্গবন্ধুর কাল হয়েছিল

দেশের মানুষের প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসাই বঙ্গবন্ধুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন : ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন সভায় সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ঢাবি উপউপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাবি ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

মতিয়া চৌধুরী বলেন, যখন বঙ্গবন্ধুর জন্য পাকিস্তানে জেলে কবর খোঁড়া হয়েছিল, তিনি বলেছিলেন, আমাকে ফাঁসি দাও কিন্তু আমার লাশটা বাংলার মাটিতে পাঠিয়ে দিও। এটাই ছিল বঙ্গবন্ধুর দেশপ্রেম। ডেভিড ফ্রস্ট উনাকে প্রশ্ন করেছিলেন, আপনার দুর্বলতা কী? বঙ্গবন্ধু জবাবে বলেছিলেন, ‘আমি বাঙালিকে অনেক ভালোবাসি’। এই অতিরিক্ত ভালোবাসা, বিশ্বাসই বঙ্গবন্ধুর জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। সংসদ উপনেতা বিরোধীদের উদ্দেশে বলেন, আমরা গণঅভ্যুত্থান করে আইয়ুব খানকে বিতাড়িত করেছি। আমরা গণঅভ্যুত্থানকে ভয় পাই না। আগামীতে কোনো গণঅভ্যুত্থান হলে তা হবে আওয়ামী লীগের নেতৃত্বে, ছাত্রলীগের নেতৃত্বে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর