শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

সীমান্তে ভারতীয় মায়ের লাশ দেখলেন বাংলাদেশি সন্তানরা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

মা ভারতের নাগরিক। দুই মেয়ে বাংলাদেশি। বার্ধক্যের কারণে মায়ের মৃত্যু হলে শেষবারের মতো তার লাশ দেখার আবেদন করেন সন্তানরা। বিজিবি-বিএসএফের যৌথ উদ্যোগে মাকে শেষ দেখার ব্যবস্থা করা হয়। গতকাল বিকালে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্তের ৯৩ নম্বর পিলারের কাছে শূন্য লাইনে লাশ দেখানো হয় স্বজনদের।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গতকাল ভারতের নদীয়া জেলার হাটখোলা গ্রামের মৃত আবদার আলীর স্ত্রী ফজিলা খাতুন (৭০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তার ছেলেমেয়ে ও আত্মীয়-স্বজনরা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা। বাংলাদেশে বসবাসকারী ছেলেমেয়েসহ আত্মীয়-স্বজনরা ফজিলা খাতুনকে শেষবারের মতো দেখতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিজিবি-বিএসএফের সমন্বয়ে মানবতামূলক কার্যক্রমের অংশ হিসেবে শূন্য লাইনে সৌহার্দ্যপূর্ণভাবে লাশ দেখানোর কার্যক্রম সম্পন্ন করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর