বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা

মানি লন্ডারিং বন্ধে জোর দিতে হবে

------ এ কে আজাদ

মানি লন্ডারিং বন্ধে জোর দিতে হবে

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি এ কে আজাদ বলেছেন, বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহ করতে মানি লন্ডারিং বন্ধের ওপর জোর দিতে হবে বাংলাদেশ ব্যাংককে। আর মানি লন্ডারিং বন্ধ করার জন্য ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এসব কথা বলেন। এ কে আজাদ বলেন, এখন যেহেতু ডলারের সংকট আছে, আমরা অনেকদিন আগে থেকেই বলে আসছি, বিলাসী পণ্য আমদানি নিরুৎসাহিত করে বন্ধ করা হোক। বিলাসী পণ্য আমদানি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক এলসি খোলার ক্ষেত্রে শতভাগ মার্জিন আরোপ করার নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে। খাদ্যপণ্য আমদানিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ জন্য আলাদা সেলও করা হয়েছে। তাই আমি মনে করি বিলাসী পণ্য আমদানির ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিয়েছে সেটি সব ব্যবসায়ীর মেনে চলা উচিত। এই ব্যবসায়ী নেতা বলেন, মানি লন্ডারিং বন্ধ করতে পারলে চলমান ডলার সংকট কেটে যাবে। মানি লন্ডারিং যাতে আর না হয়, সেই জায়গায় বাংলাদেশ ব্যাংককে জোর দিতে হবে। হুন্ডি হচ্ছে। প্রচুর হুন্ডি হচ্ছে। এই হুন্ডি সরকারকে চেক দিতে হলে ডলারের ওপেন মার্কেটে আসতে হবে। ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দিতে হবে। ডলারের দাম যদি ওপেন মার্কেটে ছেড়ে দেওয়া হয়, তাতে জিনিসপত্রের দাম একটু বাড়তে পারে। কিন্তু আলটিমেটলি ডলারের সংকট কাটবে আর হন্ডি হবে না।

 

সর্বশেষ খবর