আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ প্রস্তাব অনুমোদন দিয়েছে। গত রাতে আইএমএফ বোর্ডসভায় এ ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ ৪২ মাসের মধ্যে সাত কিস্তিতে ৪.৫ বিলিয়ন পাবে, যার মধ্যে প্রথমটি পাওয়া যাবে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের আগে।
বিষয়টি নিশ্চিত করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, এ ঋণের জন্য আমরা অবশ্যই আইএমএফের কাছে কৃতজ্ঞ। আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) এ ঋণ নিয়ে বাংলাদেশ সফরকারী দলকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি আরও বলেন, আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন এবং অর্থ মন্ত্রণালয়ের অন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই; যারা এ ঋণ কর্মসূচিতে কাজ করেছেন। অর্থমন্ত্রী আরও বলেন, অনেকেই সন্দেহ করেছিলেন যে আইএমএফ আমাদের এ ঋণ দিতে পারে না। তারা ভেবেছিলেন আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক ক্ষেত্রগুলো দুর্বল, তাই আইএমএফ ঋণ দেওয়া থেকে বিরত থাকবে। এ ঋণ অনুমোদনও প্রমাণ করে যে, আমাদের মৌলিক ক্ষেত্রগুলো ম্যাক্রো অর্থনীতির একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং অন্য অনেক দেশের চেয়ে ভালো।