নড়াইলে পেট্রলবোমায় পণ্ড হয়ে গেছে উদীচীর অনুষ্ঠান। জেলার কালিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন দফায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং আরেকটি অনুষ্ঠান শেষে গভীর রাতে ফাঁকা মঞ্চে নিক্ষেপ করা হয়েছে। তবে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কেউ হতাহত হননি। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবারের (গতকাল) অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। শনিবার রাতে নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শনি ও রবিবার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ। শনিবার প্রথম দিন বিকাল ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে অতিথিদের সঙ্গে কয়েকজন বাউলশিল্পীও ছিলেন। ১ হাজারেরও অধিক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে থেকে মঞ্চের পেছনের বাঁশবাগানের দিক থেকে মঞ্চ লক্ষ্য করে তরল পদার্থ ভর্তি কাচের বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি পাশের গাছপালার ওপর পড়ে আগুন ধরে যায়। অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে বাঁশবাগানের অন্যদিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি পেট্রলবোমা ছুড়ে মারা হয়। মঞ্চের সামনে ফাঁকা জায়গায় পড়ে বোতলটি বিস্ফোরিত না হলেও তরল পদার্থে আগুন ধরে যায়। অনুষ্ঠানে উপস্থিত লোকজন আবার ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় অনুষ্ঠান শুরু করা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এরপর রাত ১টার দিকে মঞ্চে আরেকটি বোতল নিক্ষেপ করলে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়। উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা প্রত্যক্ষদর্শী বি এম বরকতউল্লাহ বলেন, যারা বাঙালি সংস্কৃতির বিরোধী তারাই পরিকল্পিতভাবে তিন দফা অনুষ্ঠানে বোমা নিক্ষেপ করেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তৎপর আছে।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
পেট্রলবোমায় পণ্ড উদীচীর অনুষ্ঠান
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর