নড়াইলে পেট্রলবোমায় পণ্ড হয়ে গেছে উদীচীর অনুষ্ঠান। জেলার কালিয়ায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন দফায় পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি বোমা অনুষ্ঠান চলাকালে এবং আরেকটি অনুষ্ঠান শেষে গভীর রাতে ফাঁকা মঞ্চে নিক্ষেপ করা হয়েছে। তবে বোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও কেউ হতাহত হননি। এই পরিস্থিতিতে বিদ্যালয় কর্তৃপক্ষ রবিবারের (গতকাল) অনুষ্ঠানের অনুমতি বাতিল করেছে। শনিবার রাতে নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। জানা গেছে, কালিয়া উপজেলার নড়াগাতী থানার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শনি ও রবিবার দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে উদীচী শিল্পীগোষ্ঠী বড়দিয়া শাখা সংসদ। শনিবার প্রথম দিন বিকাল ৫টার দিকে অনুষ্ঠান শুরু হয়। মঞ্চে অতিথিদের সঙ্গে কয়েকজন বাউলশিল্পীও ছিলেন। ১ হাজারেরও অধিক দর্শক-শ্রোতা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে হঠাৎ বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে থেকে মঞ্চের পেছনের বাঁশবাগানের দিক থেকে মঞ্চ লক্ষ্য করে তরল পদার্থ ভর্তি কাচের বোতল নিক্ষেপ করা হয়। বোতলটি পাশের গাছপালার ওপর পড়ে আগুন ধরে যায়। অনুষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ বিরতি দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবার অনুষ্ঠান শুরু হয়। রাত সাড়ে ৯টার দিকে বাঁশবাগানের অন্যদিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি পেট্রলবোমা ছুড়ে মারা হয়। মঞ্চের সামনে ফাঁকা জায়গায় পড়ে বোতলটি বিস্ফোরিত না হলেও তরল পদার্থে আগুন ধরে যায়। অনুষ্ঠানে উপস্থিত লোকজন আবার ভয়ে ছোটাছুটি করতে থাকেন। কিছুক্ষণ বিরতি দিয়ে পুনরায় অনুষ্ঠান শুরু করা হয় এবং রাত সাড়ে ১০টার দিকে অনুষ্ঠান শেষ হয়। এরপর রাত ১টার দিকে মঞ্চে আরেকটি বোতল নিক্ষেপ করলে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়। উপজেলার খাশিয়াল ইউপি চেয়ারম্যান ও উদীচী বড়দিয়া শাখা সংসদের উপদেষ্টা প্রত্যক্ষদর্শী বি এম বরকতউল্লাহ বলেন, যারা বাঙালি সংস্কৃতির বিরোধী তারাই পরিকল্পিতভাবে তিন দফা অনুষ্ঠানে বোমা নিক্ষেপ করেছে। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এ বিষয়ে তৎপর আছে।’
শিরোনাম
- আবারও প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার ইঙ্গিত দিলেন কমলা হ্যারিস
- ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার কোটি টাকা
- সোমবার ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ : ইসি সচিব
- অবশেষে চীন-ভারত সরাসরি ফ্লাইট চালু
- মালয়েশিয়ায় ট্রাম্পবিরোধী বিক্ষোভ
- সৌদিতে সাত দিনে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেফতার
- শ্রীলঙ্কার দুই বিমানবালাকে মারধরের অভিযোগে সৌদি যুবক গ্রেফতার
- অ্যাঞ্জেলিক এয়ার ফ্রেশনারের নতুন দুই ভ্যারিয়েন্ট উন্মোচন
- যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচিত করতে হবে : মাসুদ সাঈদী
- যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নতুন বাণিজ্যচুক্তি সই
- আবারও পাকিস্তান প্রধানমন্ত্রী-সেনাপ্রধানের ভূয়সী প্রশংসা করলেন ট্রাম্প
- নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে লক্ষ্মীপুরে ছাত্রদলের আনন্দ মিছিল
- বাগেরহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
- বাকসু নির্বাচনের দাবিতে অনশনে এক শিক্ষার্থী
- গৃহশিক্ষকসহ স্কুলছাত্রকে এসিড নিক্ষেপ: দুই যুবকের যাবজ্জীবন
- ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
- নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি
- সুন্দরবনে আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু বাহিনীর প্রধান আটক
- বগুড়ায় পৌর কর্মচারীদের মানববন্ধন
- ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২
পেট্রলবোমায় পণ্ড উদীচীর অনুষ্ঠান
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর