বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পবিত্র রমজান শুরু কাল

নিজস্ব প্রতিবেদক

গতকাল বুধবার ছিল হিজরি ২৯ শাবান। দেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আজ বৃহস্পতিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ করে কাল শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। গতকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। ইসলামী বিধান অনুযায়ী আজ বৃহস্পতিবার রাতে তারাবি নামাজ পড়ে ভোররাতে সাহরি খেয়ে শুক্রবার রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র কোরআন নাজিলের এ মাসটি যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য ঘরে ঘরে চলছে নানা প্রস্তুতি। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয় : গতকাল বাদ মাগরিব জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে রমজান মাসের চাঁদ দেখার বিষয় পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। দীর্ঘ এক বছর পর মুসলিম উম্মাহর মাঝে আবার ফিরে আসছে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এ উপলক্ষে সরকারিভাবে ইসলামিক ফাউন্ডেশন ও বিভিন্ন মাদরাসা, এতিমখানাসহ বেসরকারি নানা প্রতিষ্ঠান প্রকাশ করেছে সাহরি ও ইফতারের সময়সূচি সংবলিত রমজান মাসের বিশেষ ক্যালেন্ডার। এবারও দীর্ঘ প্রায় ১৪ ঘণ্টা সময় পানাহার থেকে বিরত থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদারদের সুবিধার্থে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি পরিবর্তন করে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর