জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিগত ৪ হাজার বছরে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর পৃথিবীর বুকে ৫২ বছর ধরে মাথা উঁচু করে বাংলাদেশ এগিয়ে চলেছে- এটি আরেকটি বড় অর্জন। আমরা মনে করি, পৃথিবীর বুকে বাংলাদেশ ভবিষ্যতে আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। গতকাল সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। ইনু বলেন, তবে গত ৫২ বছরে মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী কিছু অপ্রাপ্তি এখনো রয়েছে। সে অপ্রাপ্তিগুলো দূর করা আমাদের আজকের চ্যালেঞ্জ। সেসব চ্যালেঞ্জ নিয়েই আমরা স্বাধীনতা দিবস পালন করছি। সে অপ্রাপ্তিগুলো হলো- বৈষম্য, দুর্নীতি-দলবাজি, ক্ষমতাবাজি আর সাম্প্রদায়িকতার বিষাক্ত অপরাজনীতি। এই অপ্রাপ্তিগুলো দূর করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। আর এগোতে হলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে হবে। যথাসময়ে নির্বাচন করতে হবে। সংবিধান বদল করার সব চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।