রবিবার, ৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আকাশপথে টিকিটের আকাশছোঁয়া দাম

কক্সবাজার, চট্টগ্রাম সৈয়দপুর রাজশাহী ও বরিশালে টিকিটের চাহিদা বেশি

নিজস্ব প্রতিবেদক

আকাশপথে টিকিটের আকাশছোঁয়া দাম

তীব্র যানজট, ভিড়, গাদাগাদি থেকে মুক্তি পেতে ঈদ যাত্রায় আকাশপথ বেছে নেওয়া যাত্রীদের ভিড় বাড়ছে। এই চাহিদাকে কাজে লাগিয়ে ঈদে টিকিটের দাম কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে এয়ার লাইনস কোম্পানিগুলো। এরপরেও প্রায় অধিকাংশ এয়ারলাইনসের প্রায় ৮০-৯০ শতাংশ টিকিট বিক্রি হয়ে গেছে।

তবে অনেক সময় আগে থেকে টিকিট বুকিং দিয়ে কৃত্তিম সংকট তৈরি করে পরে বেশি দামে বিক্রির অভিযোগ রয়েছে অনেক এয়ারলাইনস কোম্পানির বিরুদ্ধে। এই চক্রের ফাঁদে অনেক সময় সিট ফাঁকা রেখেই যাত্রা করে ফ্লাইটগুলো। আন্তর্জাতিক রুটেও সক্রিয় এই সিন্ডিকেট। বিশেষ করে দিল্লি, লন্ডন ফ্লাইটে টিকিট কাটতে গিয়ে পান না যাত্রীরা। অথচ পরে বিজনেস ক্লাসেও সিট ফাঁকা রেখে ফ্লাইট পরিচালনা করতে দেখা যায়। উৎসব, ছুটি শুরু হলেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইটের টিকিটের দাম বাড়ানো নিত্য চিত্র হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটলে ছাড় তো মিলেই না আরও বেশি খরচ হয়ে যায় যাত্রীদের। এখন রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনসগুলো দিনে প্রায় সাত হাজার যাত্রী বহন করে। এর মধ্যে আসন্ন ঈদুল ফিতরে চট্টগ্রাম, সৈয়দপুর, যশোর, রাজশাহী ও বরিশালের টিকিটের চাহিদা বেশি। চট্টগ্রাম ও সিলেটে স্বাভাবিক সময়ের তুলনায় টিকিটের চাহিদা কিছুটা বাড়ছে। যাত্রী চাহিদা না থাকায় ঈদের আগে ফ্লাইট কমছে কক্সবাজারে। তবে ঈদের পর টানা এক সপ্তাহ কক্সবাজারে টিকিটের চাহিদা কয়েক গুণ বাড়ছে বলে জানিয়েছে এয়ারলাইনস কোম্পানিগুলো। দেশীয় উড়োজাহাজ সংস্থাগুলো বলছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে অভ্যন্তরীণ ফ্লাইটের সময়সূচিভেদে ৮০-৯০ শতাংশ টিকিট বিক্রি শেষ। আগামী দুয়েক দিনের মধ্যে বাকিগুলো বিক্রি সম্পন্ন হবে। এ ছাড়া ১৭-২০ তারিখ পর্যন্ত কোনো রুটের টিকিটই মিলছে না। তবে যাত্রীদের চাহিদা থাকলে ফ্লাইট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে উড়োজাহাজ সংস্থাগুলো। জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা, নভোএয়ার ও এয়ার অ্যাস্ট্রা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে সাত হাজার যাত্রী পরিবহন করে থাকে। আগামী ১৭ এপ্রিলের টিকিট সময় বেঁধে সর্বনিম্ন সাড়ে ৪ হাজার থেকে সর্বোচ্চ ১১ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথচ স্বাভাবিক সময়ে এ রুটে সর্বোচ্চ সাড়ে ৬ হাজার টাকায় টিকিট বিক্রি হয়ে থাকে। গত কয়েক বছরের তুলনায় দেশে উড়োজাহাজে যাত্রী চাহিদা ক্রমেই বাড়ছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কয়েকটি এয়ারলাইনস টিকিটে মূল্যছাড়ও দিচ্ছে। তবে জেট ফুয়েলের দাম বাড়ায় টিকিটের দাম ক্রমেই বাড়ছে। সরকার জেট ফুয়েলের দাম কমালে ফ্লাইটে যাতায়াত আরও জনপ্রিয় হবে বলে মনে করছে এয়ারলাইনসগুলো।

সর্বশেষ খবর