মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ঢাকায় গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বিভিন্ন স্থানে গ্যাসের গন্ধ পাওয়া গেলেও তাতে আতঙ্কিত না হতে রাজধানীবাসীকে পরামর্শ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

গতকাল রাতে ঢাকার বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাসের ঝাঁঝাল গন্ধ পেয়ে নগরবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস পেতে থাকে একের পর এক ফোন।

এ পরিস্থিতিতে মন্ত্রণালয়ের ফেসবুক পাতায় মধ্যরাতে এক বিশেষ ঘোষণায় বলা হয়, ঈদে শিল্পকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) গন্ধ বাইরে আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম বিষয়টি নিয়ে কাজ করছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ   তার ফেসবুক পাতায়ও এ ঘোষণা শেয়ার করেছেন।

এর আগে রাত ১০টার পর থেকে রামপুরা, বনশ্রী, তেজগাঁও, হাজারীবাগসহ বিভিন্ন এলাকা থেকে গ্যাসের গন্ধে উদ্বেগাকুল নগরবাসীর ফোন পাওয়ার কথা জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তারা।

সর্বশেষ খবর