শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

আদালত সংশ্লিষ্টদের নিষ্ঠা জরুরি

শেরপুর প্রতিনিধি

আদালত সংশ্লিষ্টদের নিষ্ঠা জরুরি

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, সমৃদ্ধির দিকে যাচ্ছে। যত প্রতিকূলতাই আসুক এই দেশ এগিয়ে যাচ্ছে। রাষ্ট্র অনেক গতিশীল হয়েছে। বিচার ব্যবস্থাও গতিশীল হতে হবে। বিচার ব্যবস্থা গতিশীল করার দায়িত্ব বিচারক ও আইনজীবীদের। আদালত সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শেরপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গতকাল আইনজীবী সমিতি নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, গত ৫০ বছরের মধ্যে এখনকার বিচার ব্যবস্থা অনেক ভালো। গত বছর বিচার বিভাগ ৮ লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে, আর মামলা দায়ের হয়েছে ৭ লাখের মতো। গত বছর সুপ্রিম কোর্ট ১৫৫টি ডেথ রেফারেন্স নিষ্পত্তি করেছে- যা গত ৫০ বছরেও হয়নি। শেরপুরে মামলা নিষ্পত্তির হার ১৪২ ভাগ। শেরপুরের মামলা নিষ্পত্তির সংখ্যায় সন্তোষ প্রকাশ করেন তিনি। প্রধান বিচারপতি আরও বলেন, সংসদে আইনজীবী কমে গেছে। স্বাধীনতা পরবর্তী সংসদে প্রতিদিন গড়ে একটি ভালো আইন পাস হতো।

এখন অবস্থা ভিন্ন। এর আগে তিনি জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুস সবুর মিনা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম হুমায়ুন কবীর, জেলা আইনজীবী সমিতির সভাপতি এমকে মুরাদুজ্জামান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন মুন্না অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর