বুধবার, ৩ মে, ২০২৩ ০০:০০ টা

আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

আন্দোলনের মাধ্যমেই দাবি আদায়

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, বিশ্বের উন্নত দেশগুলো প্রতি বছর শ্রমিকদের বেতন বাড়িয়ে সমস্যার সমাধান করে। কিন্তু বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলোতে শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রমের দাবি এখনো পূরণ হয়নি। তাই আন্দোলনের মাধ্যমেই শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রমের দাবি আদায় করতে হবে। সোমবার কাজীর দেউড়ি নাসিমন ভবনের সামনে মহান মে দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সমাবেশে তিনি এ কথা বলেন। এদিকে একই দিন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মে দিবসের আলোচনা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। তিনি বলেন, শ্রমিক শ্রেণির সংগ্রাম চলবেই। শ্রমিকদের মধ্যে বিভাজন করতে পারলেই মালিকপক্ষ সফল।

সভায় বক্তব্য দেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সিইউজের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, সিইউজের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ ও সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজিব। এ ছাড়াও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চট্টগ্রাম বিভাগীয় জেলা কমিটির উদ্যোগে আলোচনা সভা খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নুর নবীর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সৈয়দ নিজাম উদ্দিন, আবদুল খালেক হাওলাদার, আবদুল হালিম, ফরিদ উদ্দিন, মতিনুল হক টিপু প্রমুখ। একই দিন বৃহত্তর ময়মনসিংহ সমিতি চট্টগ্রামের আলোচনায় সভা সমিতির সভাপতি ক্যাপ্টেন শহীদুল ইসলাম বিএনর সভাপতিত্বে মহাসচিব প্রকৌশলী মোহাম্মদ শামিমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ জহিরুল কবির।

সর্বশেষ খবর