শনিবার, ২০ মে, ২০২৩ ০০:০০ টা

বিএনপির কর্মসূচি বসে যাওয়া গাড়ির মতো

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বিএনপির কর্মসূচি বসে যাওয়া গাড়ির মতো

তথ্য ও সম্প্র্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির আন্দোলন কর্মসূচি হচ্ছে বসে যাওয়া গাড়ি স্টার্ট দেওয়ার মতো। বিএনপি দলটাই তো বসে গেছে। মাঝেমধ্যে স্টার্ট দেওয়ার মতো, যাতে জং ধরে না যায় সে জন্য আন্দোলন কর্মসূচি দেয় তারা। বিশ্বব্যাপী বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রহণযোগ্যতা, তার প্রতি বিশ্বনেতাদের যে আস্থা সেটি বুঝতে আমার মনে হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভী সাহেবসহ দলটির নেতারা ব্যর্থ হয়েছেন। চট্টগ্রামের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে গতকাল এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ওপেনিং সেরেমনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ সিকান্দর খান। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান।

ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু বাংলাদেশের নেতা নন, বিশ্বনেতায় পরিণত হয়েছেন। সরকার দেশ-বিদেশে আস্থা অর্জনে ব্যর্থ হয়ে এখন ভোটারবিহীন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে বিএনপি নেতা রিজভী আহমেদের এমন বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশের কমিউনিটি ক্লিনিক নিয়ে গত ১৬ মে জাতিসংঘ ‘দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ’ প্রস্তাব এনেছে, আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

 

 

সর্বশেষ খবর