শুক্রবার, ২৬ মে, ২০২৩ ০০:০০ টা

বিএনপি নেতা চাঁদ পাঁচ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপি নেতা চাঁদ পাঁচ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়া রাজশাহীর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করেছে পুলিশ। রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে গতকাল বেলা সোয়া ১১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী জেলা ও মহানগর পুলিশ সড়কে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করে। পুঠিয়া থানার মামলায় গ্রেফতার দেখিয়ে বিকালে পুলিশ চাঁদকে আদালতে হাজির করে। আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আবু সাঈদ চাঁদ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং রাজশাহী জেলা কমিটির আহ্বায়ক। তিনি রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। এর আগে ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। চাঁদের ওই বক্তব্যের ভিডিও দুই দিন পর ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। রাজশাহী জেলা ও মহানগরসহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বেশকিছু মামলা হয়। গতকাল গ্রেফতারের পর চাঁদকে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে আরএমপির সদর দফতরে নেওয়া হয়। দুপুরে আরএমপি সদর দফতরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আনিসুর রহমান জানান, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ায় রাজশাহীর পুঠিয়া থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন জানান, চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহী জেলা ও মহানগরের থানাগুলোতে আরও ছয়টি মামলা হয়েছে। দেশের বিভিন্ন থানায় আরও বেশকিছু মামলা হয়েছে তার বিরুদ্ধে। আবদুল বাতেন আরও জানান, আবু সাঈদ চাঁদ আত্মগোপনের জন্য কোথাও পালাচ্ছিলেন। বিকালে আবু সাইদ চাঁদকে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এ সোপর্দ করা হয়। পুঠিয়া থানায় হওয়া সন্ত্রাস দমন আইনের মামলায় আদালতে পুলিশের পক্ষ থেকে তার ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হয়। বিচারক মাহাবুব আলম শুনানি শেষে চাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও দুই মামলা : বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজবাড়ী ও নোয়াখালীতে আরও দুটি মামলা হয়েছে। শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়েছে। গতকাল দুপুরে জেলা ছাত্রলীগের সাবেক উপ-কৃষি সম্পাদক ফজলে রাব্বি রবনা বাদী হয়ে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন। এ ছাড়া জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি ও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে রাজবাড়ীতে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ খবর