ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল প্রচণ্ড বাংলাদেশকে পানি, বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছেন। ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ ভবনে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্য হয়েছে। বৈঠকে অন্য সাত বিষয়ের চুক্তির মধ্যে বাংলাদেশকে নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার বিষয়টি রয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নেপাল থেকে প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে। এ ব্যাপারে শিগগিরই ভারত-বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হবে।’ নেপালের বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারা হাই ভোল্টেজ গ্রিড দিয়ে সরবরাহ হবে। ভবিষ্যতে আরও বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, এ সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নতি হবে। লাভবান হবে দেশের মানুষ। তিনি এও জানান, ভবিষ্যতে নেপাল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫২.৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন লিখু পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে এ বিদ্যুৎ পাঠাবে। বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এতে ভারতের অংশীদারি নিয়ে কথা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। গতকালের বৈঠকে অন্য যেসব সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে নিউ বুটওয়াল ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ, শিলিগুড়ি-ঝাপা পাইপলাইন, সুসংহত চেকপোস্ট সুনুয়ালিতে এবং আমলেখগঞ্জ থেকে লোথার পাইপলাইন স্থাপন।
শিরোনাম
- পরবর্তী জলবায়ু সম্মেলন হবে তুরস্কে
- গোপালগঞ্জে বিনামূল্যে ২ হাজার কেজি ব্রি-১০৮ ধানবীজ বিতরণ
- নবান্ন উপলক্ষে পীরের আস্তানায় ক্ষীরের উৎসব
- ৩৫০ শতাংশ শুল্কের হুমকিতে যুদ্ধ থামিয়েছে ভারত-পাকিস্তান, দাবি ট্রাম্পের
- ভারতকে ৯৩ মিলিয়ন ডলারের জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ দেবে যুক্তরাষ্ট্র
- কৈলাশটিলায় বন্ধ কূপে নতুন করে মিলল গ্যাস
- চীনের হয়ে গুপ্তচরবৃত্তি, ফিলিপাইনের সাবেক মেয়রের যাবজ্জীবন কারাদণ্ড
- এবারও আঁধার কাটল না শ্যামপুর ও সেতাবগঞ্জ চিনিকলে, হতাশ চাষিরা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
- বগুড়ায় এসআর হেলথ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ফেনী সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা
- হামলায় জড়িতদের গ্রেফতারে রাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- পার্শ্ববর্তী দেশে বসে ফ্যাসিবাদরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে
- তিন রাজস্ব আইনের ইংরেজি সংস্করণের গেজেট প্রকাশ
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪
- শনিবার ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত
- হাসিনা পালানোতেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলো : জয়নুল আবেদীন
মোদি-প্রচণ্ড বৈঠক
বাংলাদেশকে নেপালের বিদ্যুৎ দিতে সম্মতি
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর