ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল প্রচণ্ড বাংলাদেশকে পানি, বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছেন। ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ ভবনে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্য হয়েছে। বৈঠকে অন্য সাত বিষয়ের চুক্তির মধ্যে বাংলাদেশকে নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার বিষয়টি রয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নেপাল থেকে প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে। এ ব্যাপারে শিগগিরই ভারত-বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হবে।’ নেপালের বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারা হাই ভোল্টেজ গ্রিড দিয়ে সরবরাহ হবে। ভবিষ্যতে আরও বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, এ সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নতি হবে। লাভবান হবে দেশের মানুষ। তিনি এও জানান, ভবিষ্যতে নেপাল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫২.৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন লিখু পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে এ বিদ্যুৎ পাঠাবে। বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এতে ভারতের অংশীদারি নিয়ে কথা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। গতকালের বৈঠকে অন্য যেসব সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে নিউ বুটওয়াল ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ, শিলিগুড়ি-ঝাপা পাইপলাইন, সুসংহত চেকপোস্ট সুনুয়ালিতে এবং আমলেখগঞ্জ থেকে লোথার পাইপলাইন স্থাপন।
শিরোনাম
- শাহরিয়ার আলমের আয়কর নথি জব্দের আদেশ
- পাইলট হওয়ার স্বপ্ন পূরণে পাশে ইউএস-বাংলা
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২
- আসুন ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের দিকে এগিয়ে যাই : মির্জা ফখরুল
- তারুণ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা
- গভীররাতে কাশিয়ানীতে গাছ ফেলে মহাসড়ক অবরোধ
- চট্টগ্রামে শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৩৯৩ শিক্ষার্থী
- জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আন্তর্জাতিক ফরেনসিক টিম আসছে ৫ ডিসেম্বর
- শেখ হাসিনার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি
- রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার
- পাঁচ ব্যাংক একীভূতকরণের বিকল্প ছিল না : গভর্নর
- অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি
- সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে চায় কমিশন : সিইসি
- নিউ ইস্কাটন রোডে ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত
- মাদ্রাসা শিক্ষা বোর্ড : খাতা চ্যালেঞ্জে ফেল থেকে পাস ৪৫ শিক্ষার্থী
- এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে সবুজায়ন করার উদ্যোগ
- মেক্সিকোতে জেন-জির বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১২০
- আইপিএলে কে কোন দলে, দেখুন পূর্ণাঙ্গ স্কোয়াড
- ঢাকা বোর্ডে পুনর্নিরীক্ষায় নতুন জিপিএ–৫ পেল ২০১ শিক্ষার্থী
- চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস
মোদি-প্রচণ্ড বৈঠক
বাংলাদেশকে নেপালের বিদ্যুৎ দিতে সম্মতি
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর