ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও সফররত নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কুমার দহল প্রচণ্ড বাংলাদেশকে পানি, বিদ্যুৎ সরবরাহ করতে সম্মত হয়েছেন। ভারত ও নেপালের প্রধানমন্ত্রীর গতকাল নয়াদিল্লির হায়দরাবাদ ভবনে দ্বিপক্ষীয় বৈঠকে এ ঐকমত্য হয়েছে। বৈঠকে অন্য সাত বিষয়ের চুক্তির মধ্যে বাংলাদেশকে নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ দেওয়ার বিষয়টি রয়েছে। পরে যৌথ সংবাদ সম্মেলনে নেপালের প্রধানমন্ত্রী প্রচণ্ড ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘নেপাল থেকে প্রথম পর্যায়ে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ ভারতের মাধ্যমে বাংলাদেশকে দেওয়া হবে। এ ব্যাপারে শিগগিরই ভারত-বাংলাদেশ ও নেপালের মধ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি হবে।’ নেপালের বিদ্যুৎ ভারতের পশ্চিমবঙ্গের বহরমপুর এবং বাংলাদেশের ভেড়ামারা হাই ভোল্টেজ গ্রিড দিয়ে সরবরাহ হবে। ভবিষ্যতে আরও বিদ্যুৎ সরবরাহ করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী মোদি বলেন, এ সহযোগিতার মাধ্যমে এ অঞ্চলের সামগ্রিক উন্নতি হবে। লাভবান হবে দেশের মানুষ। তিনি এও জানান, ভবিষ্যতে নেপাল থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা রয়েছে। নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ ৫২.৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন লিখু পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে এ বিদ্যুৎ পাঠাবে। বাংলাদেশ ও নেপাল যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে। এতে ভারতের অংশীদারি নিয়ে কথা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত ঘোষণা হয়নি। গতকালের বৈঠকে অন্য যেসব সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে তার মধ্যে রয়েছে উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে নিউ বুটওয়াল ৪০০ কেভি বিদ্যুৎ সরবরাহ লাইন নির্মাণ, শিলিগুড়ি-ঝাপা পাইপলাইন, সুসংহত চেকপোস্ট সুনুয়ালিতে এবং আমলেখগঞ্জ থেকে লোথার পাইপলাইন স্থাপন।
শিরোনাম
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০
- ধানের শীষে দেশের মানুষের আস্থা রয়েছে: দুলু
- ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে হাসপাতালে আরও ৪৩৬ জন
- যেভাবে স্মার্টফোনেই মিলবে ভূমিকম্পের সতর্কবার্তা
- এমন ভূমিকম্প আগে কখনও অনুভব করিনি : ফারুকী
মোদি-প্রচণ্ড বৈঠক
বাংলাদেশকে নেপালের বিদ্যুৎ দিতে সম্মতি
গৌতম লাহিড়ী, নয়াদিল্লি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর