জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা তো কাউকে সংলাপের জন্য দাওয়াত করিনি। আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে। আলোচনা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে হতে পারে না। বিএনপি যদি আলোচনা করতে চায়, তাহলে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিককে আহত, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের দায় আগে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান। এরপর আলোচনায় বসার আহ্বান জানালে আমরা ভেবে দেখব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাহলে কি সংলাপ হচ্ছে না? জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা তো এ কথা আগেও বলেছিলাম। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহু আগে বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন আলোচনায় বসতে দুয়ার খোলা আছে। কিন্তু বিএনপি কি রাজনৈতিক কর্মকান্ড করছে? তারা সন্ত্রাস করছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। আলোচনা হতে পারে। কিন্তু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তো সংলাপ হতে পারে না। হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাই তারা নির্বাচন বন্ধ করার জন্য দু-তিন বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। নানান অসাংবিধানিক কথা তারা বলে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা সংবিধানে নেই, যেটাকে উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে, সেটা নিয়ে দাবি করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে তারা (বিএনপি) ভেবেছিল বোধ হয় বহির্বিশ্বের সহায়তায়, তাদের প্রভুর বদৌলতে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে যাচ্ছে। এরকম একটা লাফঝাঁপ শুরু হয়েছিল। মার্কিন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দলের কাছে চিঠি দিয়েছেন- এ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, চিঠি নিয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। যারা চিঠি পেয়েছে সেটা তারা বলেছে। আমি যতটুকু শুনেছি, সেই চিঠিতে তারা লিখেছে আগামী জাতীয় নির্বাচন সবাই অবাধ, সুষ্ঠু দেখতে চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন একটা আলোচনা, সংলাপ করার জন্য অনুরোধ জানিয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বিএনপি-জামায়াত জোটকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছি। এসব কর্মকান্ড বন্ধ করলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করার অপচেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের সুশীলসমাজের কিছু ব্যক্তি সংলাপের কথা বলছেন। কিন্তু তারা বলছেন না, বিএনপি-জামায়াতের নেতৃত্বে এ পেট্রোলবোমা হামলা হচ্ছে। আগে তাদের (বিএনপি) এসব ঘটনার দায় স্বীকার করতে বলুন। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত সব দলের অংশগ্রহণে হোক। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী এ কথা অনেকবার বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে।
শিরোনাম
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
- ভূমিকম্পে মেট্রোরেল স্থাপনার কোনো ক্ষতি হয়নি: ডিএমটিসিএল এমডি
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ২ সমঝোতা স্মারক সই
- পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
- আইন হয়ে গেলে গণভোটের প্রস্তুতি শুরু করবে কমিশন: সিইসি
- প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩