জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা তো কাউকে সংলাপের জন্য দাওয়াত করিনি। আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে। আলোচনা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে হতে পারে না। বিএনপি যদি আলোচনা করতে চায়, তাহলে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিককে আহত, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের দায় আগে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান। এরপর আলোচনায় বসার আহ্বান জানালে আমরা ভেবে দেখব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাহলে কি সংলাপ হচ্ছে না? জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা তো এ কথা আগেও বলেছিলাম। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহু আগে বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন আলোচনায় বসতে দুয়ার খোলা আছে। কিন্তু বিএনপি কি রাজনৈতিক কর্মকান্ড করছে? তারা সন্ত্রাস করছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। আলোচনা হতে পারে। কিন্তু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তো সংলাপ হতে পারে না। হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাই তারা নির্বাচন বন্ধ করার জন্য দু-তিন বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। নানান অসাংবিধানিক কথা তারা বলে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা সংবিধানে নেই, যেটাকে উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে, সেটা নিয়ে দাবি করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে তারা (বিএনপি) ভেবেছিল বোধ হয় বহির্বিশ্বের সহায়তায়, তাদের প্রভুর বদৌলতে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে যাচ্ছে। এরকম একটা লাফঝাঁপ শুরু হয়েছিল। মার্কিন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দলের কাছে চিঠি দিয়েছেন- এ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, চিঠি নিয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। যারা চিঠি পেয়েছে সেটা তারা বলেছে। আমি যতটুকু শুনেছি, সেই চিঠিতে তারা লিখেছে আগামী জাতীয় নির্বাচন সবাই অবাধ, সুষ্ঠু দেখতে চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন একটা আলোচনা, সংলাপ করার জন্য অনুরোধ জানিয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বিএনপি-জামায়াত জোটকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছি। এসব কর্মকান্ড বন্ধ করলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করার অপচেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের সুশীলসমাজের কিছু ব্যক্তি সংলাপের কথা বলছেন। কিন্তু তারা বলছেন না, বিএনপি-জামায়াতের নেতৃত্বে এ পেট্রোলবোমা হামলা হচ্ছে। আগে তাদের (বিএনপি) এসব ঘটনার দায় স্বীকার করতে বলুন। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত সব দলের অংশগ্রহণে হোক। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী এ কথা অনেকবার বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র, সম্ভাবনা কতটা
কাউকে দাওয়াত করিনি
------ মাহবুব-উল আলম হানিফ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম