জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা তো কাউকে সংলাপের জন্য দাওয়াত করিনি। আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে। আলোচনা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে হতে পারে না। বিএনপি যদি আলোচনা করতে চায়, তাহলে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিককে আহত, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের দায় আগে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান। এরপর আলোচনায় বসার আহ্বান জানালে আমরা ভেবে দেখব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাহলে কি সংলাপ হচ্ছে না? জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা তো এ কথা আগেও বলেছিলাম। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহু আগে বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন আলোচনায় বসতে দুয়ার খোলা আছে। কিন্তু বিএনপি কি রাজনৈতিক কর্মকান্ড করছে? তারা সন্ত্রাস করছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। আলোচনা হতে পারে। কিন্তু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তো সংলাপ হতে পারে না। হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাই তারা নির্বাচন বন্ধ করার জন্য দু-তিন বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। নানান অসাংবিধানিক কথা তারা বলে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা সংবিধানে নেই, যেটাকে উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে, সেটা নিয়ে দাবি করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে তারা (বিএনপি) ভেবেছিল বোধ হয় বহির্বিশ্বের সহায়তায়, তাদের প্রভুর বদৌলতে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে যাচ্ছে। এরকম একটা লাফঝাঁপ শুরু হয়েছিল। মার্কিন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দলের কাছে চিঠি দিয়েছেন- এ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, চিঠি নিয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। যারা চিঠি পেয়েছে সেটা তারা বলেছে। আমি যতটুকু শুনেছি, সেই চিঠিতে তারা লিখেছে আগামী জাতীয় নির্বাচন সবাই অবাধ, সুষ্ঠু দেখতে চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন একটা আলোচনা, সংলাপ করার জন্য অনুরোধ জানিয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বিএনপি-জামায়াত জোটকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছি। এসব কর্মকান্ড বন্ধ করলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করার অপচেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের সুশীলসমাজের কিছু ব্যক্তি সংলাপের কথা বলছেন। কিন্তু তারা বলছেন না, বিএনপি-জামায়াতের নেতৃত্বে এ পেট্রোলবোমা হামলা হচ্ছে। আগে তাদের (বিএনপি) এসব ঘটনার দায় স্বীকার করতে বলুন। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত সব দলের অংশগ্রহণে হোক। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী এ কথা অনেকবার বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে।
শিরোনাম
- দহগ্রাম সীমান্তে ফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা, বিজিবির বাধা
- যুবদল পরিচয়ে কেউ দখল-বাণিজ্য করলে আটক করার অনুরোধ
- বগুড়ায় দুই শিশু ধর্ষণকারী নুরু রিমান্ডে
- ঈদে তৌসিফ-নিহার ‘অ্যারেঞ্জ ম্যারেজ’!
- বরিশালে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৭ পরিবারের মাঝে চেক বিতরণ
- ঝিনাইদহে ৪ ইটভাটা বন্ধের নির্দেশ, আট লাখ টাকা জরিমানা
- পিএসএল ছেড়ে আইপিএলে যোগ দেয়ায় করবিন বশকে আইনি নোটিশ
- বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ
- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী প্রকৌশলীর সম্পদ জব্দ
- গুগলের এআই জলছাপ মুছে দিতে পারে, কপিরাইট নিয়ে উদ্বেগ!
- বাগেরহাট পৌরসভায় পানি সংকটের প্রতিবাদে মানববন্ধন
- লোডশেডিংয়ের সিডিউল ২৪ ঘণ্টা আগে প্রকাশ করা নিয়ে হাইকোর্টের রুল
- নাহিদ রানার পিএসএলে খেলা উচিত : শান্ত
- ইন্টেল-এএমডি ছাড়াই ল্যাপটপ! নিজস্ব চিপসেটে ম্যাকবুককে টেক্কা দিতে চায় হুয়াওয়ে
- নেত্রকোনায় ধর্ষণের অভিযোগে কবিরাজ আটক
- মানবতা যেখানে বিপর্যয় হবে, সেখানে আমরা ছুটে যাব : জামায়াত আমির
- নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনে নীতিগত অনুমোদন
- আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষার ফি ৩শ টাকা করার দাবিতে মানববন্ধন
- কিছু সুপারিশে ভিন্নমত জানিয়ে ঐকমত্য কমিশনকে ইসির চিঠি
- তিন দফা দাবিতে নোয়াখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র, সম্ভাবনা কতটা
কাউকে দাওয়াত করিনি
------ মাহবুব-উল আলম হানিফ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর