জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আমরা তো কাউকে সংলাপের জন্য দাওয়াত করিনি। আমরা চাই নিবন্ধিত সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হতে পারে। আলোচনা কোনো সন্ত্রাসী দলের সঙ্গে হতে পারে না। বিএনপি যদি আলোচনা করতে চায়, তাহলে ২৮ অক্টোবর পুলিশকে পিটিয়ে হত্যা, প্রধান বিচারপতির বাড়িতে হামলা, সাংবাদিককে আহত, রাজারবাগ পুলিশ হাসপাতালে অগ্নিসংযোগের দায় আগে স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান। এরপর আলোচনায় বসার আহ্বান জানালে আমরা ভেবে দেখব। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এসব কথা বলেন। তাহলে কি সংলাপ হচ্ছে না? জানতে চাইলে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক আরও বলেন, আমরা তো এ কথা আগেও বলেছিলাম। আমাদের দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বহু আগে বলেছেন, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে শর্তহীন আলোচনায় বসতে দুয়ার খোলা আছে। কিন্তু বিএনপি কি রাজনৈতিক কর্মকান্ড করছে? তারা সন্ত্রাস করছে। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হতে পারে। আলোচনা হতে পারে। কিন্তু সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তো সংলাপ হতে পারে না। হানিফ বলেন, বিএনপি জানে নির্বাচনে জয়লাভ করতে পারবে না, তাই তারা নির্বাচন বন্ধ করার জন্য দু-তিন বছর ধরে আন্দোলন করে যাচ্ছে। নানান অসাংবিধানিক কথা তারা বলে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার চাই, যেটা সংবিধানে নেই, যেটাকে উচ্চ আদালত অবৈধ করে দিয়েছে, সেটা নিয়ে দাবি করে যাচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে তারা (বিএনপি) ভেবেছিল বোধ হয় বহির্বিশ্বের সহায়তায়, তাদের প্রভুর বদৌলতে সরকারের পতন ঘটিয়ে রাষ্ট্রক্ষমতায় এসে যাচ্ছে। এরকম একটা লাফঝাঁপ শুরু হয়েছিল। মার্কিন সহকারী উপপররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিন দলের কাছে চিঠি দিয়েছেন- এ প্রসঙ্গে মাহবুব-উল আলম হানিফ বলেন, চিঠি নিয়ে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। যারা চিঠি পেয়েছে সেটা তারা বলেছে। আমি যতটুকু শুনেছি, সেই চিঠিতে তারা লিখেছে আগামী জাতীয় নির্বাচন সবাই অবাধ, সুষ্ঠু দেখতে চায় এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে শর্তহীন একটা আলোচনা, সংলাপ করার জন্য অনুরোধ জানিয়েছে। এক প্রশ্নের জবাবে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আমাদের কথা পরিষ্কার। আমরা বিএনপি-জামায়াত জোটকে সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করার আহ্বান জানিয়েছি। এসব কর্মকান্ড বন্ধ করলে পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবা হবে। সংলাপের কথা বলে বিএনপি-জামায়াতের অপকর্ম আড়াল করার অপচেষ্টা হচ্ছে দাবি করে তিনি বলেন, আমাদের সুশীলসমাজের কিছু ব্যক্তি সংলাপের কথা বলছেন। কিন্তু তারা বলছেন না, বিএনপি-জামায়াতের নেতৃত্বে এ পেট্রোলবোমা হামলা হচ্ছে। আগে তাদের (বিএনপি) এসব ঘটনার দায় স্বীকার করতে বলুন। আমরা চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন নিবন্ধিত সব দলের অংশগ্রহণে হোক। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে আমাদের সরকার বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী এ কথা অনেকবার বলেছেন। আমরা বিশ্বাস করি আগামী নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ
শর্তহীন সংলাপ চায় যুক্তরাষ্ট্র, সম্ভাবনা কতটা
কাউকে দাওয়াত করিনি
------ মাহবুব-উল আলম হানিফ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর