ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত-সমালোচিত ব্যাংকার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন কুমিরের খামার রেপটাইলস ফার্মস লিমিটেড গতকাল হস্তান্তর করা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ধরা পড়ায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পি কে হালদার বর্তমানে ভারতের জেলে রয়েছেন। ময়মনসিংহের ভালুকায় ১৩ একর জমির ওপর অবস্থিত এ খামারে আছে প্রায় ৩ হাজার ৭০০ কুমির। ঋণ শোধ করতে না পারায় খামারটি বিক্রি করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকায়। এ প্রতিষ্ঠান নিলামে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। রাজধানীর ডিআর টাওয়ারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)-এর প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠানে খামারের মালিকানা উদ্দীপনকে অর্পণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আইএলএফএসএলের প্রতিটি ক্ষত গভীর ও ভিন্ন ভিন্ন। তাই সমাধান ও উত্তরণের উপায়ও আলাদা ও সময়সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ নিবিড় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এ পথচলায় আছে প্রতিবন্ধকতা ও পদে পদে বাধা। শুধু আমানতকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় সিদ্ধান্ত নিয়ে থাকে ইন্টারন্যাশনাল লিজিং। অনেকে বাধা দিলেও কেউ কেউ আবার সহযোগিতাও করছেন প্রতিষ্ঠানটিকে। আর তাই টিকে আছে আইএলএফএসএল। শিগগিরই পুরনো গতিশীলতায় ফিরে দুষ্টচক্রের চক্রান্ত প্রতিহত করে এগিয়ে যাবে এবং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠানটি। উৎকৃষ্ট উদাহরণ রেপটাইলস ফার্ম লিমিটেড। মৃতপ্রায় কুমির ফার্মকে প্রাণবন্ত করে ৪ কোটি টাকার রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকীকৃত স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি ৩৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি। এর জন্য প্রশংসার দাবিদার রেপটাইলস ফার্ম লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের সমস্ত পর্ষদ সদস্য। যাদের সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে আজকের এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। এ ছাড়া রেপটাইলস ফার্ম লিমিটেডের পরিচালনা পর্ষদ ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
- পরকীয়া প্রেমিকা ও তার স্বামীর হাতে খুন হলেন প্রেমিক!
- ঢামেকের সামনের ফুটপাতে মিলল বৃদ্ধার মরদেহ
- হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, স্ক্যান করে পাঠানো যাবে নথিপত্র
- যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
- ২ ঘণ্টা পর টিকাটুলির ভবনের আগুন নিয়ন্ত্রণে
- দাঁড়িয়ে থাকা বোয়িং বিমানে আঘাত করলো লাগেজ ট্রলি
- শরীরে ‘ইসলামিক’ ট্যাটু করা কি জায়েজ
- খেলাধুলার মানোন্নয়নে ক্রীড়া সাংবাদিকতার ভূমিকা
- পর্যটনের স্বপ্ন ফাইলেই বন্দি
- স্বস্তির জয়ে ক্লাব বিশ্বকাপের শেষ আটের মঞ্চে রিয়াল
- উড্ডয়নের ৭ মিনিট পরই বিধ্বস্ত বিমান, নিহত ৬
- ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা
- ভরপেট খেলেও মোটা হবেন না, জানুন কোন খাবারগুলো নিরাপদ
- দাম কমলো ব্রডব্যান্ড ইন্টারনেটের, আজ থেকেই কার্যকর নতুন প্যাকেজ
- টিএসসিতে রিকশার ভেতরেই মিলল চালকের মরদেহ
- চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার জাকির হোসেন বরখাস্ত
- ১৯৭৩ সালের পর ডলারের সবচেয়ে বড় পতন: সংকটে যুক্তরাষ্ট্র
- প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন যে অভিনেতা
- কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা