ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত-সমালোচিত ব্যাংকার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন কুমিরের খামার রেপটাইলস ফার্মস লিমিটেড গতকাল হস্তান্তর করা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ধরা পড়ায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পি কে হালদার বর্তমানে ভারতের জেলে রয়েছেন। ময়মনসিংহের ভালুকায় ১৩ একর জমির ওপর অবস্থিত এ খামারে আছে প্রায় ৩ হাজার ৭০০ কুমির। ঋণ শোধ করতে না পারায় খামারটি বিক্রি করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকায়। এ প্রতিষ্ঠান নিলামে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। রাজধানীর ডিআর টাওয়ারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)-এর প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠানে খামারের মালিকানা উদ্দীপনকে অর্পণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আইএলএফএসএলের প্রতিটি ক্ষত গভীর ও ভিন্ন ভিন্ন। তাই সমাধান ও উত্তরণের উপায়ও আলাদা ও সময়সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ নিবিড় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এ পথচলায় আছে প্রতিবন্ধকতা ও পদে পদে বাধা। শুধু আমানতকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় সিদ্ধান্ত নিয়ে থাকে ইন্টারন্যাশনাল লিজিং। অনেকে বাধা দিলেও কেউ কেউ আবার সহযোগিতাও করছেন প্রতিষ্ঠানটিকে। আর তাই টিকে আছে আইএলএফএসএল। শিগগিরই পুরনো গতিশীলতায় ফিরে দুষ্টচক্রের চক্রান্ত প্রতিহত করে এগিয়ে যাবে এবং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠানটি। উৎকৃষ্ট উদাহরণ রেপটাইলস ফার্ম লিমিটেড। মৃতপ্রায় কুমির ফার্মকে প্রাণবন্ত করে ৪ কোটি টাকার রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকীকৃত স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি ৩৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি। এর জন্য প্রশংসার দাবিদার রেপটাইলস ফার্ম লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের সমস্ত পর্ষদ সদস্য। যাদের সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে আজকের এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। এ ছাড়া রেপটাইলস ফার্ম লিমিটেডের পরিচালনা পর্ষদ ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ