ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত-সমালোচিত ব্যাংকার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন কুমিরের খামার রেপটাইলস ফার্মস লিমিটেড গতকাল হস্তান্তর করা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ধরা পড়ায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পি কে হালদার বর্তমানে ভারতের জেলে রয়েছেন। ময়মনসিংহের ভালুকায় ১৩ একর জমির ওপর অবস্থিত এ খামারে আছে প্রায় ৩ হাজার ৭০০ কুমির। ঋণ শোধ করতে না পারায় খামারটি বিক্রি করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকায়। এ প্রতিষ্ঠান নিলামে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। রাজধানীর ডিআর টাওয়ারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)-এর প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠানে খামারের মালিকানা উদ্দীপনকে অর্পণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আইএলএফএসএলের প্রতিটি ক্ষত গভীর ও ভিন্ন ভিন্ন। তাই সমাধান ও উত্তরণের উপায়ও আলাদা ও সময়সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ নিবিড় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এ পথচলায় আছে প্রতিবন্ধকতা ও পদে পদে বাধা। শুধু আমানতকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় সিদ্ধান্ত নিয়ে থাকে ইন্টারন্যাশনাল লিজিং। অনেকে বাধা দিলেও কেউ কেউ আবার সহযোগিতাও করছেন প্রতিষ্ঠানটিকে। আর তাই টিকে আছে আইএলএফএসএল। শিগগিরই পুরনো গতিশীলতায় ফিরে দুষ্টচক্রের চক্রান্ত প্রতিহত করে এগিয়ে যাবে এবং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠানটি। উৎকৃষ্ট উদাহরণ রেপটাইলস ফার্ম লিমিটেড। মৃতপ্রায় কুমির ফার্মকে প্রাণবন্ত করে ৪ কোটি টাকার রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকীকৃত স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি ৩৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি। এর জন্য প্রশংসার দাবিদার রেপটাইলস ফার্ম লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের সমস্ত পর্ষদ সদস্য। যাদের সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে আজকের এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। এ ছাড়া রেপটাইলস ফার্ম লিমিটেডের পরিচালনা পর্ষদ ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় কয়েক দফা হামলা ইউক্রেনের
- সাংবাদিক সোহেলকে ডিবি তুলে নেওয়ার বিষয়ে যা বলল টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- গণঅভ্যুত্থানে অংশীজনদের নিয়ে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছি: নুর
- পল্লবীতে যুবদল নেতা হত্যা, দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার
- নারীদের পেছনে রেখে পুরুষরা এগিয়ে যেতে পারবে না : ধর্ম উপদেষ্টা
- রমজানের আগে ছোলা-খেজুরসহ ছয় ভোগ্যপণ্যের আমদানি বেড়েছে
- শেখ হাসিনাকে কেন ফেরত দেবে না ভারত, আল–জাজিরার বিশ্লেষণ
- অক্টোবরে সড়কে ঝরেছে ৪৪১ প্রাণ : রোড সেফটি ফাউন্ডেশন
- জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করতে হবে: শামা ওবায়েদ
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৪৪ মামলা
- বিজয় দিবসে এবারও প্যারেড হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
- শ্রীপুরে যুবদল নেতার ঝুট গুদামে আগুন
- লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি গোলাম পরওয়ারের
- সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক: মুন্সীগঞ্জ ডিসি
- টাঙ্গাইলে বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা
- ময়মনসিংহে ট্রেনে দুর্বৃত্তদের আগুন
- কেন এফ-৩৫ যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব?
- শেখ হাসিনার ফাঁসির রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে : রুমিন ফারহানা
- ঢাবি এখনো ফ্যাসিবাদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত নয়: রাশেদ খান
- প্রবাসী ভোটার নিবন্ধন শুরু, জানুন কোন দেশে কখন