ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত-সমালোচিত ব্যাংকার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন কুমিরের খামার রেপটাইলস ফার্মস লিমিটেড গতকাল হস্তান্তর করা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ধরা পড়ায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পি কে হালদার বর্তমানে ভারতের জেলে রয়েছেন। ময়মনসিংহের ভালুকায় ১৩ একর জমির ওপর অবস্থিত এ খামারে আছে প্রায় ৩ হাজার ৭০০ কুমির। ঋণ শোধ করতে না পারায় খামারটি বিক্রি করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকায়। এ প্রতিষ্ঠান নিলামে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। রাজধানীর ডিআর টাওয়ারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)-এর প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠানে খামারের মালিকানা উদ্দীপনকে অর্পণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আইএলএফএসএলের প্রতিটি ক্ষত গভীর ও ভিন্ন ভিন্ন। তাই সমাধান ও উত্তরণের উপায়ও আলাদা ও সময়সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ নিবিড় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এ পথচলায় আছে প্রতিবন্ধকতা ও পদে পদে বাধা। শুধু আমানতকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় সিদ্ধান্ত নিয়ে থাকে ইন্টারন্যাশনাল লিজিং। অনেকে বাধা দিলেও কেউ কেউ আবার সহযোগিতাও করছেন প্রতিষ্ঠানটিকে। আর তাই টিকে আছে আইএলএফএসএল। শিগগিরই পুরনো গতিশীলতায় ফিরে দুষ্টচক্রের চক্রান্ত প্রতিহত করে এগিয়ে যাবে এবং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠানটি। উৎকৃষ্ট উদাহরণ রেপটাইলস ফার্ম লিমিটেড। মৃতপ্রায় কুমির ফার্মকে প্রাণবন্ত করে ৪ কোটি টাকার রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকীকৃত স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি ৩৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি। এর জন্য প্রশংসার দাবিদার রেপটাইলস ফার্ম লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের সমস্ত পর্ষদ সদস্য। যাদের সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে আজকের এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। এ ছাড়া রেপটাইলস ফার্ম লিমিটেডের পরিচালনা পর্ষদ ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক
- নিয়ন্ত্রণ হারিয়ে শপিং কমপ্লেক্সে অটোরিকশা, আহত ২
- চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় নারীর মৃত্যু, আহত ২
- পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ১১
- ভূমিকম্প আতঙ্কে ৬ দিনের জন্য বন্ধ জবি
- বিশ্বের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় ৯৪ ভূমিকম্প
- বিশাল জয়ে মুশফিকের শততম টেস্ট রাঙালো বাংলাদেশ
- ঢাবির প্রভোস্ট কমিটির জরুরি সভায় তিন সিদ্ধান্ত
- রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮
- নতুন করে ন্যান্সি-ইমরান গাইলেন সেই কালজয়ী গান
- খুচরা সার ডিলার বহাল রাখার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন
- শেখ হাসিনা-জয়-পুতুলের বিরুদ্ধে পৃথক তিন মামলার রায় ২৭ নভেম্বর
- কুলাউড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ-সার বিতরণ
- বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশা চালক নিহত
- টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী আইনে আ.লীগের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- রাজশাহীতে মাদকসহ ৬ কারবারি গ্রেপ্তার
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১০৪৫ মামলা
- ৪৮ ঘন্টার জন্য দেশের জ্বালানি কূপগুলোতে ড্রিলিং কার্যক্রম বন্ধ
- হবিগঞ্জে কৃষককে কুপিয়ে হত্যা
- শেখ হাসিনা-রেহানার মামলার যুক্তিতর্ক ২৫ নভেম্বর
অবশেষে হস্তান্তর পি কে হালদারের কুমিরের খামার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর