ঋণ কেলেঙ্কারির জন্য আলোচিত-সমালোচিত ব্যাংকার ও ব্যবসায়ী প্রশান্ত কুমার (পি কে) হালদারের মালিকানাধীন কুমিরের খামার রেপটাইলস ফার্মস লিমিটেড গতকাল হস্তান্তর করা হয়েছে। ঋণ কেলেঙ্কারি ধরা পড়ায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া পি কে হালদার বর্তমানে ভারতের জেলে রয়েছেন। ময়মনসিংহের ভালুকায় ১৩ একর জমির ওপর অবস্থিত এ খামারে আছে প্রায় ৩ হাজার ৭০০ কুমির। ঋণ শোধ করতে না পারায় খামারটি বিক্রি করা হয়েছে ৩৮ কোটি ২০ লাখ টাকায়। এ প্রতিষ্ঠান নিলামে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপন। রাজধানীর ডিআর টাওয়ারে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল)-এর প্রধান কার্যালয়ে গতকাল অনুষ্ঠানে খামারের মালিকানা উদ্দীপনকে অর্পণ করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, আইএলএফএসএলের প্রতিটি ক্ষত গভীর ও ভিন্ন ভিন্ন। তাই সমাধান ও উত্তরণের উপায়ও আলাদা ও সময়সাপেক্ষ। ইন্টারন্যাশনাল লিজিংয়ের পর্ষদ নিবিড় পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিয়ে প্রতিষ্ঠানটি সামনে এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। এ পথচলায় আছে প্রতিবন্ধকতা ও পদে পদে বাধা। শুধু আমানতকারীদের দীর্ঘমেয়াদি স্বার্থরক্ষায় সিদ্ধান্ত নিয়ে থাকে ইন্টারন্যাশনাল লিজিং। অনেকে বাধা দিলেও কেউ কেউ আবার সহযোগিতাও করছেন প্রতিষ্ঠানটিকে। আর তাই টিকে আছে আইএলএফএসএল। শিগগিরই পুরনো গতিশীলতায় ফিরে দুষ্টচক্রের চক্রান্ত প্রতিহত করে এগিয়ে যাবে এবং আবার মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে প্রতিষ্ঠানটি। উৎকৃষ্ট উদাহরণ রেপটাইলস ফার্ম লিমিটেড। মৃতপ্রায় কুমির ফার্মকে প্রাণবন্ত করে ৪ কোটি টাকার রেপটাইলস ফার্ম লিমিটেডের বন্ধকীকৃত স্থায়ী ও অস্থায়ী সম্পত্তি ৩৮ কোটি ২০ লাখ টাকায় বিক্রি। এর জন্য প্রশংসার দাবিদার রেপটাইলস ফার্ম লিমিটেড ও ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের সমস্ত পর্ষদ সদস্য। যাদের সাহস ও দূরদর্শী সিদ্ধান্তে আজকের এ সফলতা অর্জিত হয়েছে। এ সময় ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যানশিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, স্বতন্ত্র পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, মো. সফিকুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ (অব.), ব্রিগেডিয়ার জেনারেল মো. মেফতাউল করিম, ব্যারিস্টার মুহাম্মদ আশরাফ আলী এবং মো. এনামুল হাসান, এফসিএ প্রমুখ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের বর্তমান দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। এ ছাড়া রেপটাইলস ফার্ম লিমিটেডের পরিচালনা পর্ষদ ও উদ্দীপনের পরিচালনা পর্ষদের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শিরোনাম
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৯ জুলাই)
- বৈষম্য সংস্কৃতির শত্রু দারিদ্র্যও
- নিউজিল্যান্ডের কাছে পাত্তাই পেল না জিম্বাবুয়ে
- সেন্টমার্টিনে এক লাখ ৪০ ইয়াবাসহ গ্রেফতার ১৭
- এনসিপির ‘মার্চ টু গোপালগঞ্জ’ খতিয়ে দেখা দরকার : এ্যানি
- ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ বাটলারের
- মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা দ্রুত গেজেট আকারে প্রকাশ করা হবে : ধর্ম উপদেষ্টা
- উলভসের হল অব ফেমে জায়গা পেলেন জটা
- চূড়ান্ত সংগ্রামের ঘোষণা দিয়েছিলেন তারেক রহমান : রিজভী
- শ্রোতাদের জন্য হাবিবের নতুন গান ‘দিলানা’
- কোটি মানুষের একটাই দাবি—ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া : মঈন খান
- পঞ্চগড়ে বিএনপির মৌন মিছিল
- ইন্টারনেট শাটডাউন রোধে আসছে আইন : ফয়েজ আহমদ
- কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
- সরকারের কোলে একদল, কাঁধে আরেক দল : মির্জা আব্বাস
- চলতি মাসে জুলাই সনদ না হলে দায় সরকার আর ঐকমত্য কমিশনের : সালাহউদ্দিন
- সুনামগঞ্জে পানিতে ডুবে ৩ জনের মৃত্যু
- মার্কিন কূটনীতিকদের বিদেশি নির্বাচন নিয়ে মতামত না দিতে নির্দেশ
- বাফুফের ফুটসাল ট্রায়াল শুরু রবিবার
- গোপালগঞ্জে কারফিউয়ের সময় আরও বাড়ল