৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বিএনপি মহাসচিবসহ কেন্দ্রীয় নেতাদের অনেকে এখন কারাগারে। এ অবস্থায় বিএনপি কী করবে? দলের সিনিয়র নেতারা বলছেন, গায়ের জোরে কিংবা পাতানো নির্বাচন করে সরকার টিকবে না। বিএনপি এ নির্বাচনে অংশ নেবে না। তাদের সঙ্গে কথা বলেছেন -শফিউল আলম দোলন
► গায়ের জোরে হচ্ছে কেউ মানবে না
► পাতানো ভোট করে সরকার টিকবে না
► জনগণের বিন্দুমাত্র আগ্রহ নেই