বিএনপিসহ ১৬টি রাজনৈতিক দল নির্বাচনে না থাকায় ভোটার উপস্থিতি কম হলেও তা দশম সংসদ নির্বাচনের চেয়ে বেশি হবে বলে মনে করেন সাবেক নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তার মতে, শক্তিশালী অনেক স্বতন্ত্র প্রার্থী থাকায় ব্যক্তিগত সম্পর্কের কারণে অনেক ভোটার অনিচ্ছাসত্ত্বেও ভোট কেন্দ্রে যাবেন। ফলে স্বাভাবিক ভোটার উপস্থিতি না হলেও ভোটার একেবারে কম হবে না। নির্বাচনে ভোটার আনা চ্যালেঞ্জ হবে কিনা এমন প্রশ্নে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এবার ভোটার আনাটা প্রার্থীদের জন্য চ্যালেঞ্জ হবে। সেই চ্যালেঞ্জ নিয়েই তো তারা নির্বাচনে নেমেছে। প্রার্থীরা এবার খুব সিরিয়াস দেখা যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীরাও শক্তিশালী। সুতরাং তারা ভোটার আনতে সর্বোচ্চ চেষ্টা করবে। আশপাশে অন্য দলের লোকদের সঙ্গেও তারা সমঝোতা করার চেষ্টা করবে। শহরে না হলেও গ্রামাঞ্চলে ব্যক্তিগত সম্পর্কের কারণে অনিচ্ছাসত্ত্বেও অনেক ভোটার হয়তো যাবে। দশম সংসদ নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। তাই ভোট কম পড়েছিল। এবারও বিএনপি নির্বাচনে নেই। বিরাট একটা অংশ হয়তো ভোট দিতে যাবে না। তবে শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের কারণে দশম নির্বাচনের চেয়ে এবার ভোটার কিছুটা বেশি আসবে বলে আশা করা যায়। সাবেক এই নির্বাচন কমিশনার বলেন, একটা বড় দল নির্বাচনে আসছে না। তার সঙ্গে তার জোটও আসছে না। জোটে বেশ কয়েকটা দল আছে। ছোট ছোট দল হলেও তারা নিবন্ধিত দল। বিএনপির ৩০ শতাংশের মতো ভোট আছে। সেক্ষেত্রে তাদের লোকজন আসবে না। সঙ্গে তাদের সমমনা দলগুলোর ভোটাররাও হয়তো আসবে না। সব মিলিয়ে একটা অংশ আসবে না বলে শুরুতেই ধরে নেওয়া যায়। এর মধ্যে যেখানে প্রতিদ্বন্দ্বিতা হবে, বিশেষ করে যদি শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী হয়, সেখানে তারা কিছু ভোট আনবে। তবে কিছু কিছু জায়গায় ভোটাররা উৎসাহ নাও পেতে পারেন। সেক্ষেত্রে ভোট কমবে। তবে একেবারে কমে যাবে বলেও মনে করছি না।
শিরোনাম
- নির্বাচন ও গণভোটের বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না: অর্থ উপদেষ্টা
- রংপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭
- মালয়েশিয়ায় বন্যা: শাহ আলমের আশেপাশে বেশ কয়েকটি সড়ক বন্ধ, ভ্রমণে ঝুঁকি
- সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় গাইলেন বাপ্পা মজুমদার ও কোনাল
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- নগদ টাকার লেনদেন কমাতে পারলে দুর্নীতি কমে আসবে: গভর্নর
- প্রথমবারের মতো ভাড়াটিয়া-বাড়িমালিকদের নিয়ে বসছে ডিএনসিসি
- অন্যস্বর টরন্টোর আয়োজনে অভিনেত্রী শান্তা ইসলামের সঙ্গে কথোপকথন
- বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চল হবে দক্ষিণ এশিয়া: বিশ্বব্যাংক
- সাক্ষী না আসায় পিছিয়েছে আবু সাঈদ হত্যা মামলার শুনানি
- ৭৫ দেশের ২৫০টি সিনেমা নিয়ে ঢাকায় উৎসব
- তিন আর্জেন্টাইনের দাপটে ফাইনালে মায়ামি
- চোর সন্দেহে গণপিটুনীতে যুবক নিহত, আহত ৩
- সিডনিতে সাবেক এআইইউবিয়ানদের গ্র্যান্ড রিইউনিয়ন অনুষ্ঠিত
- জামিন পেলেন ঢাবি শিক্ষক হাফিজুর রহমান কার্জন
- বাউফলে জাল দলিল তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
- ৪৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- অন্তর্বর্তী সরকার ভালো দৃষ্টান্ত রেখে যাবে: পরিবেশ উপদেষ্টা
- কানাডা সহজ করেছে নাগরিকত্ব পাওয়ার নিয়ম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
দশম সংসদের চেয়ে ভোটার বাড়বে
--- মো. শাহনেওয়াজ
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর