একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুনের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টে তার নাম বৃষ্টি খাতুন। তবে তিনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার নাম বৃষ্টি বলে দাবি করছেন তার বাবা সবুজ শেখ। অন্যদিকে রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করছেন, মেয়েটির নাম অভিশ্রুতি। নাম ও ধর্মের জটিলতায় তার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া সাংবাদিক অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে না। পরিচয় নির্ধারণে গতকাল সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টি বা অভিশ্রুতির পরিচয় নিয়ে জটিলতা থাকায় ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবার সবুজ শেখ বলেন, রমনা থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আজ (রবিবার) আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছে। আগামীকাল (সোমবার) সকালে আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সব মিলে গেলেই আমরা মৃতদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ বলেন, বনগ্রাম পশ্চিমপাড়ার মানুষ বৃষ্টির মৃতদেহ আসার অপেক্ষায় রয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার বনগ্রাম পশ্চিমপাড়ার সবুজ শেখ দাবি করেন, বৃষ্টি তার মেয়ে। কিন্তু রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন, মেয়েটি সনাতন ধর্মের, তার নাম অভিশ্রুতি। তার বাড়ি ভারতে। শাস্ত্রী বিভিন্ন সময় কালিমন্দিরে এসে পূজা করত। ফলে ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ কারণে অভিশ্রুতি বা বৃষ্টির মৃতদেহ কারও কাছে হস্তান্তর করা হয়নি। সাধারণত ডিএনএ ম্যাচিং হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ ম্যাচিং বিষয়ে রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আদালতকে অবহিত করবে পুলিশ। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের কাছে অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম
- বাংলাদেশি চিকিৎসক-নার্স নিয়োগে জিটুজি ফ্রেমওয়ার্ক প্রস্তাব সৌদির
- জাতীয় নির্বাচনে ভোট দিতে ২০ হাজার ৮৬২ প্রবাসীর নিবন্ধন
- মাত্র ১৬ বাসে ঠাঁই মিলল না জবির অধিকাংশ শিক্ষার্থীর
- অল্প সময়ের মধ্যে চার ভূমিকম্প কী ইঙ্গিত দিচ্ছে
- মুন্সীগঞ্জে ৩৯ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)