একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুনের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টে তার নাম বৃষ্টি খাতুন। তবে তিনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার নাম বৃষ্টি বলে দাবি করছেন তার বাবা সবুজ শেখ। অন্যদিকে রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করছেন, মেয়েটির নাম অভিশ্রুতি। নাম ও ধর্মের জটিলতায় তার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া সাংবাদিক অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে না। পরিচয় নির্ধারণে গতকাল সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টি বা অভিশ্রুতির পরিচয় নিয়ে জটিলতা থাকায় ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবার সবুজ শেখ বলেন, রমনা থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আজ (রবিবার) আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছে। আগামীকাল (সোমবার) সকালে আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সব মিলে গেলেই আমরা মৃতদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ বলেন, বনগ্রাম পশ্চিমপাড়ার মানুষ বৃষ্টির মৃতদেহ আসার অপেক্ষায় রয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার বনগ্রাম পশ্চিমপাড়ার সবুজ শেখ দাবি করেন, বৃষ্টি তার মেয়ে। কিন্তু রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন, মেয়েটি সনাতন ধর্মের, তার নাম অভিশ্রুতি। তার বাড়ি ভারতে। শাস্ত্রী বিভিন্ন সময় কালিমন্দিরে এসে পূজা করত। ফলে ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ কারণে অভিশ্রুতি বা বৃষ্টির মৃতদেহ কারও কাছে হস্তান্তর করা হয়নি। সাধারণত ডিএনএ ম্যাচিং হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ ম্যাচিং বিষয়ে রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আদালতকে অবহিত করবে পুলিশ। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের কাছে অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম
- রোম সফর শেষে দেশের পথে প্রধান উপদেষ্টা
- চট্টগ্রামে শিক্ষা ও স্বাস্থ্যখাতে কানাডার সহযোগিতা চাইলেন মেয়র
- চট্টগ্রামে ইয়াবা মামলায় সাজা: পাঁচ বছর কারাদণ্ড
- চট্টগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত
- সততার সাহস : ভুল স্বীকারের মর্যাদা
- লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, পাঁচ দিনেও মেলেনি খোঁজ
- কুয়াকাটায় শৈবাল চাষ নিয়ে কর্মশালা
- ২০০ রানে হেরে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ বাংলাদেশ
- মালয়েশিয়ায় ভূমিধসে প্রাণ গেল বাংলাদেশি শ্রমিকের
- টাইমের প্রচ্ছদে নিজের চুল ‘গায়েব’ দেখে ক্ষুব্ধ ট্রাম্প
- মিরপুরে অগ্নিকাণ্ড: নিহত ১৬ জনের মরদেহ ঢামেক মর্গে
- হোয়াইটওয়াশ এড়াতে বাংলাদেশের প্রয়োজন ২৯৪
- থাইল্যান্ডে মাদকসহ চার ইসরায়েলি সেনা গ্রেফতার
- অগ্নিদুর্ঘটনায় ১৬ জনের মৃত্যুতে তারেক রহমানের শোক
- অক্টোবরের ১৩ দিনে এলো ১২৭ কোটি ডলার রেমিট্যান্স
- মিসরে গাজা শান্তি সম্মেলন: দুই প্রেসিডেন্টের গোপন আলাপ ফাঁস
- মিরপুরে অগ্নিকাণ্ড : আলামত সংগ্রহ করছে সিআইডি
- মেক্সিকোর অর্ধশতাধিক রাজনীতিকের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
- গাজার সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জাতিসংঘ ও রেড ক্রসের
- ৪৫ ফিলিস্তিনির মরদেহ পাঠাল ইসরায়েল
অভিশ্রুতি নাকি বৃষ্টি এখনো অজানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর