একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুনের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টে তার নাম বৃষ্টি খাতুন। তবে তিনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার নাম বৃষ্টি বলে দাবি করছেন তার বাবা সবুজ শেখ। অন্যদিকে রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করছেন, মেয়েটির নাম অভিশ্রুতি। নাম ও ধর্মের জটিলতায় তার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া সাংবাদিক অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে না। পরিচয় নির্ধারণে গতকাল সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টি বা অভিশ্রুতির পরিচয় নিয়ে জটিলতা থাকায় ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবার সবুজ শেখ বলেন, রমনা থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আজ (রবিবার) আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছে। আগামীকাল (সোমবার) সকালে আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সব মিলে গেলেই আমরা মৃতদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ বলেন, বনগ্রাম পশ্চিমপাড়ার মানুষ বৃষ্টির মৃতদেহ আসার অপেক্ষায় রয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার বনগ্রাম পশ্চিমপাড়ার সবুজ শেখ দাবি করেন, বৃষ্টি তার মেয়ে। কিন্তু রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন, মেয়েটি সনাতন ধর্মের, তার নাম অভিশ্রুতি। তার বাড়ি ভারতে। শাস্ত্রী বিভিন্ন সময় কালিমন্দিরে এসে পূজা করত। ফলে ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ কারণে অভিশ্রুতি বা বৃষ্টির মৃতদেহ কারও কাছে হস্তান্তর করা হয়নি। সাধারণত ডিএনএ ম্যাচিং হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ ম্যাচিং বিষয়ে রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আদালতকে অবহিত করবে পুলিশ। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের কাছে অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
- আফগান সীমান্তে পাকিস্তানের অভিযান, নিহত ৩০
- ঢাকার যে আসনের প্রার্থী হতে মনোনয়ন কিনলেন রিকশাচালক সুজন
- রাশিয়া-যুক্তরাষ্ট্র মিলে তৈরি করছে শান্তিচুক্তির খসড়া, বিপাকে ইউক্রেন
- চবিতে চীনের অর্থায়নে কনফুসিয়াস সেন্টার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত
- বেগম রোকেয়ার সুলতানা’স ড্রিমের বাংলা নাট্যরূপ মঞ্চস্থ করল আইইউবি থিয়েটার
- ‘সড়ক দুর্ঘটনায় নিহতদের ৩২ শতাংশই ৫-২৯ বছর বয়সী’
- টঙ্গীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
- কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
- যুক্তরাষ্ট্রের ‘প্রধান নন-ন্যাটো মিত্র’ হিসেবে সৌদিকে শ্রেণিকরণের তাৎপর্য কী?
- ভিসা আবেদনকারীদের জন্য ব্রিটিশ হাইকমিশনের সতর্কবার্তা
- সরকারী অফিসে আত্মহত্যার চেষ্টা, আটক নারী জেলহাজতে
- বিসিসির উচ্চবিলাসী প্রকল্প বাতিলের দাবি গণসংহতির
- ফসল উৎপাদনে সারের স্মার্ট ব্যবস্থাপনা নিয়ে গাকৃবিতে কর্মশালা
- রাঙামাটিতে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
- তারেক রহমানের জন্মদিনে বগুড়ায় দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ
- ভালুকায় তারেক রহমানের জন্মদিনে রক্তদান ও চারা বিতরণ কর্মসূচি
- ভারত-পাকিস্তান যুদ্ধে কে জয়ী, স্পষ্ট করল মার্কিন প্রতিবেদন
অভিশ্রুতি নাকি বৃষ্টি এখনো অজানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর