একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুনের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টে তার নাম বৃষ্টি খাতুন। তবে তিনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার নাম বৃষ্টি বলে দাবি করছেন তার বাবা সবুজ শেখ। অন্যদিকে রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করছেন, মেয়েটির নাম অভিশ্রুতি। নাম ও ধর্মের জটিলতায় তার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া সাংবাদিক অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে না। পরিচয় নির্ধারণে গতকাল সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টি বা অভিশ্রুতির পরিচয় নিয়ে জটিলতা থাকায় ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবার সবুজ শেখ বলেন, রমনা থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আজ (রবিবার) আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছে। আগামীকাল (সোমবার) সকালে আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সব মিলে গেলেই আমরা মৃতদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ বলেন, বনগ্রাম পশ্চিমপাড়ার মানুষ বৃষ্টির মৃতদেহ আসার অপেক্ষায় রয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার বনগ্রাম পশ্চিমপাড়ার সবুজ শেখ দাবি করেন, বৃষ্টি তার মেয়ে। কিন্তু রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন, মেয়েটি সনাতন ধর্মের, তার নাম অভিশ্রুতি। তার বাড়ি ভারতে। শাস্ত্রী বিভিন্ন সময় কালিমন্দিরে এসে পূজা করত। ফলে ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ কারণে অভিশ্রুতি বা বৃষ্টির মৃতদেহ কারও কাছে হস্তান্তর করা হয়নি। সাধারণত ডিএনএ ম্যাচিং হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ ম্যাচিং বিষয়ে রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আদালতকে অবহিত করবে পুলিশ। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের কাছে অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
অভিশ্রুতি নাকি বৃষ্টি এখনো অজানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর