একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রী বা বৃষ্টি খাতুনের লাশ এখনো পরিবারের কাছে হস্তান্তর করা হয়নি। ফিঙ্গারপ্রিন্টে তার নাম বৃষ্টি খাতুন। তবে তিনি অভিশ্রুতি শাস্ত্রী নামে পরিচিত ছিলেন। নামের এই জটিলতার কারণে তার পরিচয় নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তার নাম বৃষ্টি বলে দাবি করছেন তার বাবা সবুজ শেখ। অন্যদিকে রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করছেন, মেয়েটির নাম অভিশ্রুতি। নাম ও ধর্মের জটিলতায় তার লাশ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। এখন ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া সাংবাদিক অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে না। পরিচয় নির্ধারণে গতকাল সকালে তার বাবা সবুজ শেখের ডিএনএ টেস্টের স্যাম্পল নেওয়া হয়েছে। তার মা বিউটি বেগমের স্যাম্পল নেওয়ার জন্য ডাকা হয়েছে ঢাকায়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা থানার এসআই মো. হাবিবুর রহমান জানান, বৃষ্টি বা অভিশ্রুতির পরিচয় নিয়ে জটিলতা থাকায় ডিএনএ পরীক্ষা ও আদালতের নির্দেশ ছাড়া লাশ হস্তান্তর করা হবে না। বৃষ্টির বাবার সবুজ শেখ বলেন, রমনা থানা থেকে অপমৃত্যুর কাগজপত্র পেয়েছি। অন্যান্য কাগজপত্রও প্রস্তুত। আজ (রবিবার) আমার ও বৃষ্টির ডিএনএ টেস্টের স্যাম্পল নিয়েছে। ওর মা স্যাম্পল দেওয়ার জন্য ঢাকায় আসছে। আগামীকাল (সোমবার) সকালে আবার রমনা থানায় যাব। সেখান থেকে ডিএনএ টেস্টের জন্য নিয়ে যাওয়া হবে। এরপর সব মিলে গেলেই আমরা মৃতদেহ বুঝে পাব, এমনটিই বলেছে পুলিশ। কুষ্টিয়ার খোকসা থানার বেতবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মজিদ বলেন, বনগ্রাম পশ্চিমপাড়ার মানুষ বৃষ্টির মৃতদেহ আসার অপেক্ষায় রয়েছে। কুষ্টিয়ার খোকসা থানার বনগ্রাম পশ্চিমপাড়ার সবুজ শেখ দাবি করেন, বৃষ্টি তার মেয়ে। কিন্তু রমনা কালিমন্দিরের সভাপতি উৎপল সাহা দাবি করেন, মেয়েটি সনাতন ধর্মের, তার নাম অভিশ্রুতি। তার বাড়ি ভারতে। শাস্ত্রী বিভিন্ন সময় কালিমন্দিরে এসে পূজা করত। ফলে ডিএনএর মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা প্রয়োজন। এ কারণে অভিশ্রুতি বা বৃষ্টির মৃতদেহ কারও কাছে হস্তান্তর করা হয়নি। সাধারণত ডিএনএ ম্যাচিং হতে ১৫ দিন থেকে এক মাস সময় লাগতে পারে। ডিএনএ ম্যাচিং বিষয়ে রিপোর্ট পাওয়া গেলে এ বিষয়ে আদালতকে অবহিত করবে পুলিশ। এরপর আদালতের নির্দেশে সংশ্লিষ্টদের কাছে অভিশ্রুতি বা বৃষ্টির লাশ হস্তান্তর করা হবে।
শিরোনাম
- শেষ মুহূর্তের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
- টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৭
- নয়জনের দল নিয়েই বায়ার্নকে হারিয়ে সেমিফাইনালে পিএসজি
- মিশরে দুই মিনিবাসের সংঘর্ষে ৯ জন নিহত, আহত ১১
- তানভীরের জবাব: ক্যাপ্টেনের ভরসাই আত্মবিশ্বাসের চাবিকাঠি
- করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা কেনেথ কলি
- সকালের মধ্যে সাত জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের সম্ভাবনা
- ঐক্যবদ্ধভাবে সবাইকে এগিয়ে যেতে হবে: আমিনুল
- ইমন-হৃদয়-তানভীরের ত্রয়ী দাপট কলম্বোতে
- শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা ফেরাল বাংলাদেশ
- মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড: জাহিদ হাসান
- জ্ঞানীরা পিআর সিস্টেমে নির্বাচন চায় : ফয়জুল করিম
- পাহাড়ি ফল ঐতিহ্যের অংশ : উপদেষ্টা সুপ্রদীপ চাকমা
- পল্লী বিদ্যুতের সাব-যোনাল অফিস স্থানান্তরের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ
- প্রবাসী ভাইয়ের লাশ আনতে গিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের
- নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে : নার্গিস বেগম
- বিচার ও সংস্কারের মাধ্যমে গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে : নাহিদ
- চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল
- উত্তাল বঙ্গোপসাগরে আশ্রয় নিল শত শত ট্রলার, চার বন্দরে সতর্কতা
- বিএনপি নামলে নির্বাচন পেছানোর সাহস কারো নেই : গয়েশ্বর
অভিশ্রুতি নাকি বৃষ্টি এখনো অজানা
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর