ইউএইচসি ফোরামের আহ্বায়ক এবং ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক হতে হবে। ডেঙ্গুর বিস্তার রোধে কাগজে-কলমের প্রস্তুতিকে সমন্বিত বাস্তব পদক্ষেপে রূপান্তরিত করতে হবে। গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইউএইচসি ফোরাম ও ব্র্যাক’ আয়োজিত সংলাপে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সামন্ত লাল সেন বলেন, আমাদের অবশ্যই ডেঙ্গুকে পরবর্তী মহামারি হয়ে ওঠার আগেই মোকাবিলা করতে হবে। ‘প্রতিরোধ সবসময় প্রতিকারের চেয়ে উত্তম’। আর সে জন্য ডেঙ্গু মোকাবিলায় সামাজিক অংশগ্রহণ জরুরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, প্যানেল আলোচক ছিলেন রোগ নিয়ন্ত্রণ সেন্টারের পরিচালক ড. শেখ দাউদ আদনান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কবিরুল বাশার, বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস এর (বিআরআইসিএম) মহাপরিচালক ড. মালা খান, ব্র্যাকের হেলথ অ্যান্ড হিউম্যানিটারিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র ডিরেক্টর মো. আকরামুল ইসলাম প্রমুখ।