শুক্রবার, ২৪ মে, ২০২৪ ০০:০০ টা

হানিট্র্যাপ শিলাস্তি রহমান

নিজস্ব প্রতিবেদক

হানিট্র্যাপ শিলাস্তি রহমান

আনোয়ারুল আজিম আনারকে কলকাতায় হত্যার ঘটনা জানাজানির পর শিলাস্তি রহমান নামে এক তরুণীর নাম সামনে চলে আসে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, এমপিকে হত্যার জন্য কলকাতার নিউটাউনে অভিজাত ‘সঞ্জীবা গার্ডেনস’-এর যে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়, সেখানে অবস্থান করেছিলেন ওই তরুণী। এমপি আনার খুনের ‘হানিট্র্যাপ’    হিসেবেই ব্যবহার করা হয়েছিল শিলাস্তি রহমানকে। শিলাস্তি রহমান মূলত হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী। ওই ফ্ল্যাটে আনার জন্য শিলাস্তিকে দিয়েও ফোন করানো হয়েছিল এমপি আনারকে। কিলিং মিশন শেষ করে মূল কিলার আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়ার সঙ্গে শিলাস্তি গত ১৫ মে দেশে ফেরেন। হানিট্র্যাপের শিলাস্তি এখন গোয়েন্দাদের কাছে। তাকে হত্যাকান্ড এবং মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে। জেরার মুখে শিলাস্তি চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছে। ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, যে ফ্ল্যাটে এমপি আনারকে খুন করা হয়েছে, সেটি ৩০ এপ্রিল আক্তারুজ্জামান শাহীন ভাড়া নেন। কলকাতা পুলিশ ওই ফ্ল্যাট কম্পাউন্ডের সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখেছে, গত ১৩ মে ওই ফ্ল্যাটে তিনজন একসঙ্গে ঢোকেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। একদিন সেখানে অবস্থানের পর ফ্ল্যাট থেকে বের হয়ে আসেন এক পুরুষ ও এক নারী। ওই নারীই ছিলেন শিলাস্তি। তিনি জানান, হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীন এমপি আনারকে কলকাতা নিতে তার বান্ধবীকে হানিট্র্যাপ (ফাঁদ) হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ সব পরিকল্পনা করে শাহীন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতা। এমপি আনারকে ফোন করে ডেকে আনা এবং ওই ফ্ল্যাটে একবার দেখা দেওয়াই ছিল তার কাজ। আনার ফ্ল্যাটে আসার পর সব দায়িত্ব ছিল আমানুল্লাহ ওরফে শিমুলের। হত্যাকান্ডের সময় শিলাস্তি তিন তলা ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন। তবে সামনে ছিলেন না। হত্যাকান্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন। এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরা করা লাশ একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন গোয়েন্দারা জানতে পেরেছে।

সূত্রে জানা যায়, এমপি আনারের বাল্যবন্ধু ও খুনের মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনের ‘গার্লফ্রেন্ড’ শিলাস্তি রহমানের বয়স ২০ থেকে ২৫-এর মধ্যে। বাড়ি টাঙ্গাইল জেলায়। শিলাস্তিকে নিয়েই নিউটাউনের ওই ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। শাহীনের সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করে থাকেন শিলাস্তি। সংসদ সদস্য আনোয়ারুল আজীমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে ওই তরুণীকে ব্যবহার করা হয়।

সর্বশেষ খবর